কবিতা

কবিতা- খেলাঘর

খেলাঘর
-সুমিতা পয়ড়্যা

কবিতারা নাকি শব্দের খেলাঘর
কলম সেখানে খুনসুঁটি করে
খোঁচা দিয়ে বেদনা ভালোবাসাকে জাগ্রত করে,
মনের ঘরে মন তো উড়নচণ্ডী
ছুটে চলে মায়ার টানে।
কখনো বালিশ ভিজে তো কখনও ঝরে মুক্ত দল
নিঃশ্বাস ঘন বাষ্পে ভারী হয়ে যায়
শূন্যতা গুলো হু হু করে বইতে থাকে;
অসহায় ক্ষরিত অনুভূতিগুলো শুধুই দীর্ঘশ্বাস ফেলে।
শব্দের পর শব্দ সাজিয়ে কবিতারা গড়ে তোলে তার কবিতার সম্রাজ্য।
রাত জেগে ছন্দ মিলায়ে আবার শান্ত স্নিগ্ধ অপূর্ণতার,
সাধ্যের ঝাপসা আলোয় আগমনী গান গেয়ে ওঠে,
বেদনার ক্ষত নিয়ে পিপাসিত মন সুখের ছবি আঁকে,
আর স্বপ্নের ফেরিওয়ালারা খুঁজে ফেরে তার স্বপ্নের পাগলকে।
বাস্তবে হোক কিংবা কল্পনায় ভাষা থেমে থাকে না;
কবিতারা উদাত্ত কণ্ঠে হাঁক দিয়ে ওঠে
বলে ওঠে–“তোমরা বুঝবে না
কোনদিন তোমরা বুঝবে না।”
কবিতারা একাকিত্বের কথা বলে,
নির্জনতার কথা বলে, উদ্দীপনার কথা বলে,
অভিমানগুলোকে রাঙিয়ে তোলে;
বাস্তবতার করুণ, মলিন ঝাপসা দৃষ্টিগুলোকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়ে অতীতের স্মৃতিকে যত্ন করতে জানে।
ভবিষ্যতের গন্তব্যকে সুন্দরের পরিকল্পনায় কবিতা আপন আলোয় আপন মনে খেলতে পারে!
খেলা ঘরে কবিতারা শব্দের খেলা খেলতেই ভালোবাসে।

Loading

One Comment

  • Anonymous

    সুমিতা দেবী র লেখা ভীষণ সাবলীল , আমার ভালো লেগেছে ।

Leave A Comment

You cannot copy content of this page