কবিতা

কবিতা- এসো এমনই দিনে

এসো এমনই দিনে
– সুমিতা প্যয়ড়া

এমনই এক বরষায় এসো
দৃষ্টিতে বৃষ্টির জলই থাকবে,
শ্যাওলা না ধরা নোনা জলের
ছলকে ছলকে বাইরে আসাটা
ধুয়েমুছে এক হয়ে যাবে।
তুমি এসো এমনই এক বরষায়
আকাশের কোণে কোণে
কালো মেঘের ভিড় জমবে।
হঠাৎ করে ঘনিয়ে আসা আঁধার ভিজিয়ে দেবে;
উতলা হৃদয় কদম ফুলের কাননে ঘুরবে ফিরবে
সেই সময় এসো, তুমি এসো।
এমন দিনে সেই কথাটা বলা যায়
যা আজও বলা হয়ে ওঠেনি।
মিলিয়ে দেবে একসূত্রে কাছে দূরে এক করে
এক পৃথিবী মেঘের মাঝে উতল হাওয়া ঝিলিক দেবে
সঙ্গী হবে বাদলা হাওয়া, পাগলাঝোরা বৃষ্টির গান
আর শুধু তুমি আমি।
তখন নাকি মিথ্যে গুলো মলিন হবে
হিজিবিজি ভাবনাগুলো টুপ করে ডুব দেবে দুঃখ সাগরে
নৌকাগুলো ভাসবে জলে দিকে দিগন্তরে।
স্বপ্ন ভেলায় পৌঁছে যাব অন্য কোথাও অন্য কোনোখানে!
সত্যি বলো আসবে তুমি এমন দিনে!
অন্যরকম লাগবে তখন অনুভবে,
কথার মাঝেও স্নিগ্ধছায়া
ভিজিয়ে দেবো বৃষ্টির জল কাঁপন ধরায় সিক্ত মায়ায়।
মিলব দোঁহে!
আমার জন্য তুমি আর তোমার জন্য আমি।
যেমন আসে বৃষ্টি মেঘলা আকাশ কোলে
তেমন ভাবেই তুমিও এসো এমনই বরষা দিনে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page