কবিতা

কবিতা- বৃষ্টি ভেজা

বৃষ্টি ভেজা
-উজ্জ্বল সামন্ত

 

 

উষ্ণতম দিনে মুষলধারে বৃষ্টিতে ভেজা দুজনে,
ঠান্ডা হাওয়ায় জুড়িয়ে মন কোমল ছোঁয়া পেয়ে,
ছাতা নাই বা থাকুক আমার বুকে মাথা রাখবে,
বৃষ্টিতে প্রেম ভিজবে আরো একটু সময় অবসরে।

বৃষ্টির ধারা ছুঁয়ে যাবে তোমার ঠোঁটের উষ্ণতা,
ভিজে শাড়ির আঁচলে ঢাকো নিজেকে লজ্জায়,
বর্ষার সঙ্গে প্রেম কেন নিবিড় সম্পর্কে জড়ায়,
বৃষ্টির ফোঁটা আগুনের ফুলকি বুকে জ্বালা ধরায়।

মেঘের গর্জন বিদ্যুতের ঝিলিকে এলে কাছাকাছি,
বৃষ্টির সন্ধানে সুখী যেমন সাধের চাতক পাখি,
দমকা হাওয়ায় এক লহমায় বুজে এলো বুঝি আঁখি,
নিশ্চিন্তে ভালোবাসার আশ্রয় খোঁজে সুখানুভূতি।

বৃষ্টি ভেজা বিকেলে গোধূলির আলো ছায়া,
চোখের কালো কাজল ধুয়ে অন্ধকার ঘনায়,
ঝিঁঝিঁ পোকা আর জোনাকিদের আনন্দ উল্লাস,
মুহূর্তরা প্রহর গোনে মনে মেঘবালিকার নিঃশ্বাস…

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>