কবিতা,  স্মৃতি সাহিত্য পুরস্কার

কবিতা- নিরুচ্চার

।। অমরনাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

নিরুচ্চার
–প্রদীপ শর্ম্মা সরকার

 

 

যতবার দেখি ভোরের কমলা
তোমার ভেজা শরীরে,
ততবার আমি মরে যাই।

যতবার দেখি ফিরতি আলোয় কমলা তোমার চিবুক ছুঁয়ে,
ততবার মরি নতুন করে বাঁচব বলে।

যতবার দেখি থমথমে সুখ,
পিলসুজের জমাট অন্ধকারে–
ততবার কথারা আমার ঠোঁট ছুঁয়ে মায়াভাষ্য।

কতবার তুমি-আমি মরি
একগলা হাঁসফাঁস কথাজলে,
অনুচ্চারিত প্রেম-উপকথনের মায়া সরোবরে।

যতবার দেখি দীঘিজলে সাদা হাঁস ভাসে,
পাশে গিয়ে ভাসি পালক ছুঁয়ে–
ছোট ছোট ঢেউ কথা বলে নিরুচ্চারে,
অবিনাশ সুখে মায়া-মোহে।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>