কাব্যহারা
-বৃষ্টি (পলি ঘোষ)
আলগোছা স্মৃতির তাড়নায়,
বাক্য আজ দিশেহারা সুতোর আলগায়,
আবেগ ছেড়ে লুটিয়ে পড়বে স্বপ্নের কোলে।
মৃদু হাওয়া, শীতের ওম, আর গরম আবহাওয়া।
ঘন ঘন গগনের কোলে
ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ রয়েছে ভেসে,
ভাবনার সাগরে তলিয়ে গেছে কবিতা।
হারানো ভাবনা ফিরবে নতুন করে।
হারাব দিগন্ত মাঝে হাওয়ার পরশে।
সেদিনও থাকবো বাকরুদ্ধ,
আঘাতের বুক চিরে দেবে কেউ হানা।
পৃথিবী শুধুই তার সাক্ষী।