কবিতা- গোপন কথাটি

গোপন কথাটি
-সুজিত চট্টোপাধ্যায়

 

 

পুষ্পাঞ্জলির ফুল তার হাতে তুলে দিতে গিয়ে প্রথম ছোঁয়া।
মন্ত্র উচ্চারণ করতে করতে আড়চোখে প্রথম চোখাচোখি হওয়া।
বাসন্তী রঙের শাড়িতে সরস্বতী মুখের কপালে ছোট্ট টিপ,
কী এক আশ্চর্য সুন্দর ভাললাগার আবেশ অনুভব সেই প্রথম।

সন্ধ্যার জলসায় পাশাপাশি বসে গান শুনতে শুনতে দুরুদুরু বুকে প্রথম মন দেয়া-নেয়া।
খুশি আর লজ্জারাঙা এক চিলতে হাসির বিদ্যুৎ তরঙ্গের মধুর অনুভব সেই প্রথম।
সেই প্রথম ঘুমহারা রাতে মন কেবলই জিজ্ঞেস করেছে মনকে,
এ-ই কি তবে প্রেম ?
মন বলে আমি মনের কথা জানিনা।
তবে কেন মনের পাতায় উঁকি দেয় সেই একরাশ ঢেউ খেলানো শ্যাম্পু করা মেঘবরণ উড়ন্ত চুল,
চঞ্চল দুষ্টু মিষ্টি ভীরু চোখের চাহনি!
কেন মনে বাজে একটি কবিতার মতো নাম, তন্বী তন্বী তন্বী,
আবারও প্রশ্ন জাগে মনে,
এ-ই কি তবে প্রেম?

এ তো সেই ই কবেকার হতাশার
গোপন কথা।
এ কথা শুধু সে জানে আর মন জানে। আর জানে শ্রীপঞ্চমী তিথি।
তিথি আসে নক্ষত্রের পথ বেয়ে সময় বিচার করে,
সঙ্গে আসে স্মৃতি, ফেলে আসা জীবনের সরণি বেয়ে।
স্মৃতির বয়স বাড়েনা, বাড়তে নেই, কক্ষনো বাড়তে নেই।
ওগো সময়, দোহাই তোমার তুমি সেখানেই থেমে থেকো অনন্ত অনন্ত কাল।

Loading

Leave A Comment