কবিতা

কবিতা- নীল রঙ

নীল রঙ
সুনির্মল বসু 

আমি বরাবর নীল সমুদ্র, নীল আকাশ আর নীল শাড়িতে তোমাকে দেখতে ভালোবাসি,
নীল আকাশের নিচে দীঘার সমুদ্র সৈকতে কতদিন তোমার সঙ্গে দুধেল সাদা জ্যোৎস্নায় হেঁটে গিয়েছি,

সুনীল গাঙ্গুলী পাহাড় কিনতে চেয়েছিলেন,
আমার আবার সমুদ্র কিনবার ভারি শখ,
সমুদ্রের আশেপাশে একটা ছোট্ট দ্বীপ থাকা চাই,
আর কিছু ছায়াময় বৃক্ষ, শীতল জলাশয় এবং সবুজ শস্য ক্ষেত্র,
চাই বনবীথি ও ফুলের বর্ণ বাহার,
চাই নীরবতার ভাষাহীন সংলাপ,

নীল আকাশ দিগন্ত রেখার ছুঁয়ে যাক্,
আমি ওই আকাশের ওপারে অন্য আকাশের ঠিকানা একদিন ঠিক খুঁজে নেবো,

সবকিছু ঠিকই ছিল,
আকাশ সমুদ্র ও তুমি,

একদিন কোথা থেকে এক বিদেশি বাতাস এলো,
সব স্বপ্ন টালমাটাল,
তোমাকে আমার থেকে অনেক দূরে নিয়ে গেল,
এমন তো কখনো ভাবি নি,

তারপর থেকে নীল সমুদ্র, নীল আকাশ
আমাকে কেবলি ঠাট্টা করে,
নীল শাড়িতে তুমি এখন সুদূরের আলেয়া,

বন্ধু বলছিল, নীল রঙে তোর অভিসম্পাত আছে,
ওই রঙ থেকে তুই দূরে যা,

আজ নীল কালিতে সেই কান্নার ইতিহাস লিখছি।

Loading

One Comment

  • জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী

    খুব সুন্দর, ভালো লাগলো

Leave a Reply to জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদীCancel reply

<p>You cannot copy content of this page</p>