কবিতা

কবিতা- ওভাবে ভালোবাসার কথা বলতে নেই

ওভাবে ভালোবাসার কথা বলতে নেই
সুনির্মল বসু

যেভাবে তুমি অনর্গল ভালোবাসার কথা বলো, ওভাবে ভালোবাসার কথা বলতে নেই,

ভালোবাসা শব্দটি বহু ব্যবহারে আজ মাধুর্য হারিয়েছে,

অমলেশের প্রতিষ্ঠিত ক্যারিয়ার,
সুশোভনের গতিময় জীবনের ধারাপাত,
আমার কবিতা প্রীতি হয়তো তোমার পছন্দ,

তবু একসঙ্গে কতজনকে তুমি ভালোবাসতে পারো!

আমি ভালবাসি নদী, ভালোবাসি সুনীল আকাশ,
সবুজ পৃথিবী, সোনালী সকাল এবং অরণ্য পাখির গান,
আমি ভালোবাসি মোহনার কাছে নদীমুখ, পাহাড়িয়া ঝর্ণা এবং বাদল দিনের টুপ টুপ জলের সুরেলা সংগীত,

সুচন্দা, মনে পড়ে, কিরিবুরুর জঙ্গলে ঝর্ণাধারায় পথ হারানো, কোয়েল নদীতে স্নান,
সারেন্ডার জঙ্গলে তোমার সঙ্গে পথ হাঁটার স্মৃতি,

সেদিন আকাশ থেকে জ্যোৎস্না বৃষ্টি হচ্ছিল,
সময়ের কী অপার মহিমা,

সুনির্মল, আমার হাতটা ধরো,
আমি ঝর্না পেরোতে পারছি না, বলেছিলে তুমি,
সেসব কথা আজ দূর স্মৃতি,

সুচন্দা, যেভাবে তুমি অনর্গল ভালবাসার কথা বলো, ওভাবে বলতে নেই,

আমার ভালবাসা আর সোনালী আলোয় হেমন্ত দিনে পাইনা বনে, ঝাউবীথিতে তোমাকে খোঁজে,
আমার ভালবাসা নদী পেরিয়ে মোহনার মুখে যায়,
আমার ভালোবাসা দ্যাখে,

ঝুঁকে পড়া মেঘ সমৃদ্ধ নদীর দোলাচল,
সরল যুবতীও যে নদীতে করে স্নিগ্ধ স্নান,
দূরে সাম্পান ভেসে যায়, আরো দূরে মাঝি মাল্লাদের জলজ জীবন,

আকাশে এলবার্টস পাখি উড়ে যায়,
সময় নদীর মতো ভেসে যায়,
একটাই তো জীবন, একটাই তো মরণ,
বাতাস তবু কেন বেপথু হয়,

সুচন্দা, তুমি কি আমায় ভালোবাসো,
যদি বাসো, ভালো,
তা না হলে, পরোয়া করি না,

আমি তো তোমায় ভালোবাসি,
ভালোবাসি আকাশ আলো এই পৃথিবী
এই মাটি ও গাছপালা,

সুচন্দা, তোমাকে না পেলেও, আমার ভালোবাসা এই আকাশ এই আলো সবুজ ঘাসে ঘাসে একদিন ঠিক ছড়িয়ে দেবো,

অমল সুন্দর পৃথিবীটা এক রকমই থাকবে,

চেনা পৃথিবীটাকে অন্য পৃথিবী বানাবো,
সুচন্দা, তুমি যেভাবে অনর্গল ভালোবাসার কথা বলো, ওভাবে ভালোবাসার কথা বলতে নেই,

সুচন্দা, এভাবে নয়, আমি অন্যভাবে যাবো,
আমার যাত্রাপথ বহুদূর।

Loading

One Comment

  • Pradip Kumar Sarma Sarkar

    সুচন্দা, তুমি শুধু চেয়ে থাকো, আমি ঠিক পড়ে নেবো তোমার ভালোবাসা।রাঙিয়ে নেবো আমার অনুভূতির রঙে।যেন এমনটাই কবির অভিব্যক্তি।অনুপম কাব্য প্রতিভা আপনার। শুভ কামনা জানাই।

Leave A Comment

You cannot copy content of this page