কবিতা

কবিতা- চাঁদমালা

চাঁদমালা
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

আঁধার কালো হলো চারিধার
শূন্য যে পথ, যতদূরে চায়,
একলা বসে শুনছি মেঘের ডাক
কান্না গুলো শ্রাবণ হয়ে যায়।

 

 

হাতড়ে মরি হারিয়ে যাওয়া ক্ষণ,
সেই গোধূলি, সেই যে মেঠো পথ,
বন্ধু-স্বজন, গাছপালা আর পাখি
চলতো ছুটে কিশোর মনোরথ।

 

পড়ছে মনে অতীত দিনের স্মৃতি,
বৃষ্টি ভেজা শাড়ীর আলিঙ্গনে
এলো চুলে তড়িৎ পরশ মেখে
বর্ষা প্রেমের ঢেউ উঠতো মনে।

 

শরতের আজ বড়ই অভিমান
জায়গা দখল করছে বাদল এসে,
আসবে এবার তার শারদীয়া
যাক না বাদল ঐ আকাশে মিশে।

 

বাইরে- মনে ঝরছে অবিরাম
ঝরার বুঝি শেষ হবে না আজ,
একলা এ মন শুধুই খুঁজে ফেরে,
ঐ বুঝি সে এলো ফেলে কাজ।

 

অপেক্ষার শেষ হয় না জানি
তবুও অবুঝ আজকে সাঁঝবেলা,
আসবে তুমি মেঘ সরিয়ে দিয়ে-
সাথে নিয়ে খুশির চাঁদমালা।

Loading

Leave A Comment

You cannot copy content of this page