অ- চেনা গল্প
-চ্যাটার্জী অমল
প্রিয়তমা এ কেমন বিচার তোমার ?
বিকেল ফুরোলেই কিশোরী জ্যোৎস্না যখন নিশান
ওড়াতো বাতাসের দুয়ারে , মনের ছোট্ট উঠোনে এক
বুক স্পর্ধা নিয়ে গল্প লেখার ছলে পেতে চাইতাম
তোমার ঘনিষ্ঠ সান্নিধ্য। প্রণয়ের গন্ধমাখা কিছু
অক্ষরে সাজানো যে গল্পের পটভূমি লক্ষ্মীর ঝাঁপির
মতো আগলে রেখেছিলাম বুকে। যদিও তোমার
আভিজাত্যের বীজ থেকে জেগে ওঠা কর্কশ
উপেক্ষার চুম্বন অশ্বমধের ঘোড়ার মতো দাপিয়ে
বেড়ালো গল্পের শরীর ।
অথচ কী আশ্চর্য দ্যাখো… বিধাতার কী নিষ্ঠুর
পরিহাস! বিষাদের দাউদাউ উত্তাপে স্মৃতির খোপ
থেকে যখন বৃষ্টির ফোঁটার মতো ঝড়ছিল পঙ্গু কিছু
কালচিটে ভাবনা,বেদনার জোয়াল কাঁধে ধুঁকতে
ধুঁকতে একে একে যখন মুছে যাচ্ছিল স্বপ্নের রঙীন
ঢেউগুলো , সেই সন্ধিক্ষণে সুগন্ধি মশলার মতো
ভালোবাসার সুগন্ধ ছড়িয়ে জানান দিলে তোমার উপস্থিতি।
সময়ের কঠোর ডানায় চড়ে এক এক করে পেরিয়ে
এসেছি অনেকটা পথ , আগের ভুল- ভ্রান্তির সব
হিসেব সরিয়ে সেই তুমি এলে যখন অনাদরে রক্ত
শুকিয়ে কালচে হয়েছে হৃদয়ের প্রতিটা ভাঁজে।চেনা
পৃথিবীর মসৃণ বাগান আগন্তুকের পায়ের চাপে হলো
এলোমেলো , বিড়ম্বনার লোলুপ লালা হড়কা বানের
মতো নিয়ে এল একরাশ অস্বস্তি।ভাবিনি তুমি আবার
আসবে ফিরে কোন এক অ-চেনা গল্পের ঝুলবারান্দায় ।
Book fair e paoa jabe?