কবিতা

কবিতা- নিদ্রায় মগ্ন

নিদ্রায় মগ্ন
-রীণা চ্যাটার্জী

শুনতে চেয়েছি কতবার… কত কথা
বলেছিলে কোনো কথা? কখনো?
মনে তো পড়ে না আবছা দূরের স্বরে’ও
বলিরেখা ঢেকে দিয়ে গেছে হয়তো!

ভ্রান্তির শহরে অচেনা পথিক হাঁটে,
দৃষ্টির আঁশে অস্বচ্ছ ঘষা স্বপ্ন-
কলরব ওঠে নীরবতার নৈবেদ্য ঘিরে,
দেবহীন গৃহে আরতির ব্যর্থ বাদ্য।

মনের সাথে উলঙ্গ তরজা চলে,
হারজিত কিছু নগ্নতা ফেরি করে,
ক্লান্তির বিষুবে সময় পেরিয়ে গেলে’ও
ব্যস্ততার দাপটে অপেক্ষা জাবর কাটে।

ঘোর লাগা চোখে ঘুম আসে আর যায়
বৃষ্টি-কুহকে অবারিত খোলা দরবার,
ভুল করে যদি ভোলা মন প্রশ্ন শুধায়?
চোখে চোখ রেখে উত্তর পেতে চায়?

পড়ে থাকবে অষ্ফুট তোমার প্রশ্ন,
ফেলে রেখে যাব আমার নির্বাক দৃষ্টি,
নৈঃশব্দ ছুঁয়ে সময়ের সীমানা এলে
নিথর নিদ্রায় মগ্ন আমার পৃথিবী।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>