
কবিতা- বাক স্বাধীনতা
বাক স্বাধীনতা
-সুবিনয় হালদার
পঞ্চতন্ত্র অন্ধকারে অবসন্ন আলোর দরজা বন্ধ
চোখকান দুটো খোলা আছে তবু ভেতর হতে অন্ধ !
যেখানে পাচ্ছে সেখানে খাচ্ছে পাত-পেতে ভূরিভোজ কাণ্ড,
অকালে দিশেহারা একাল সর্বত্র থরহরি-কম্প ;
সেকালেও ছিলো নাকি ভণ্ড দিকভ্রান্ত !
বাক-স্বাধীনতা থাকলে কীহবে মুক যে তুমি আমি ,
যে-যা সবাই বলছে দেখি শুনি
বেঠিক হলেও ওদের কথাই দামী !
ইনিয়ে-বিনিয়ে অনেক লেখা লিখলে তুমি এতোকাল,
চোখের সামনে চলছে খেলা করছে যারা মিথ্যাচার ;
দিচ্ছে নিদান রক্তচক্ষু হলাহল !
তাদের কথা বললে পরে বড্ড লাগে গায়ে ঝাল ?
সভ্য বেশে ভেকধারী সব নির্লজ্জতা রাখছে প্রমাণ,
গণতন্ত্র যেন ওদের কেনা প্রজা কেবল রাখো ধ্যান !
দিনে-দিনে দেখছি কত দেখবো আরো কত কী- ;
সবার হাতে ভিক্ষাপাত্র খেলছে যারা চু-কিৎ-কিৎ
তারাই আছে দুধেভাতে পুরছে শুধু পোলাও ঘী !
সত্যি কথা লিখতে মানা বললে পরেই মুখখিস্তি
তালে তালে তাল মেলালে তুমি ভালো নচেৎ দোষী !
বাজার এখন অগ্নিগর্ভ গ্রীষ্ম চলছে সমস্ত কাল,
বর্ষা শুধু আসে ফিরে ঘরে ঘরে মায়ের চোখে ;
বাবার বুকে কর্মনাশা পকেট ফাঁকা দুঃস্বপ্ন অশ্রুজল।


13 Comments
Anonymous
Khub Sundar hoache sir
♥️
Anonymous
এক আকাশ আনন্দ
Anonymous
Darun
Khub valo lekha
Anonymous
Darun hoyeche

Anonymous
অনন্ত ভালোবাসা
Anonymous
অনন্ত ভালোবাসা
Anonymous
কবিতাটি পড়ে মুগ্ধ হলাম। কবিতাটির প্রত্যেকটি লাইন সত্য। তুমি অনেক বড় মাপের কবি হয়ে উঠেছ আমরা তোমাকে অনুভব করতে পারিনি। তুমি অনেক বড় হবে ।
Anonymous
“আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার…”

Anonymous
অস্বীকার করার কিছু নেই। পুরোটাই কঠিন বাস্তব। খুব সুন্দর লেখা হয়েছে।
Anonymous
ধন্যহলাম
Anonymous
Khub sundor
Anonymous
চমৎকার। খুব সাহসী লেখা।
Anonymous
ধন্য-হলাম
