আমার চোখে জীবনানন্দ
-গৌতম কুমার রায়
জীবনানন্দ প্রকৃতির কবি
এঁকেছেন প্রকৃতির ছবি।
রূপসী বাংলার কবি
এঁকেছেন প্রেমের ছবি।
কবি প্রকৃতি প্রেমী
গ্রামবাংলার রূপে মরমী।
কতো পাখির ঠিকানা
জীবনানন্দের কবিতায় আস্তানা।
এঁকেছেন গ্রামবাংলার ছবি
প্রকৃতিতে খুঁজেছেন কবি।
পাখির ঠিকানা নীড়ে
সেই ধানসিঁড়িটির তীরে।
শঙ্খচিল শালিখের বেশে
কবি ফিরবেন দেশে
কাঁঠাল গাছের ছায়ায়
প্রাণ জুড়াবে হাওয়ায়।
কলমি শাকের ঘ্রাণ
জুড়ায় কবির প্রাণ।
রূপসার ঘোলা জলে
কতো ছেলেমেয়ে খেলে।
বাংলার মাঠখেত নদী
ফিরে পায় যদি।
হবে মনোবাসনা পূর্ণ
কতো দিনের স্বপ্ন।
কিশোরী ঘুঙুর পায়
খুশির জোয়ারে লাফায়।
কি অপূর্ব বর্ণন
কবি জীবনানন্দের দর্শন।