কবিতা

কবিতা- কালো মেয়ের কালো অধ‍্যায়

কালো মেয়ের কালো অধ‍্যায়
-সুব্রত আচার্য‍্য

মা বলেছিল , রঙে মরা মেয়ে —- ব‍্যাসন মাখো।
ঠাকুরমা বলেছিল , ওসব কিছুই নয় , কাঁচা হলুদ মাখো।
বন্ধুরা বলেছিল , বাজারে এখন কত নামি-দামি ফেস ওয়াস , ফেস প‍্যাক আছে ঐ গুলো ব‍্যবহার কর।
ঘটক মশাই বলেছিল , ওদের আসতে বলব বিকেলে , রোদ্দুর পড়ে গেলে।
পাত্র পক্ষের বাবা বলেছিল , নগদ কত দেবে ?
আর তুমি বলেছিলে , পালিয়ে যেতে।
শুধু বাবা বলেছিল – – – – – – -।

আর কত ! ছোটবেলা থেকে এভাবেই পালিয়ে বেড়িয়েছি সমাজের সেই কালো অধ‍্যায় থেকে আজ এই আধুনিকতম বর্ণপরিচয়ে। শুধু অধ‍্যায়ই পরিবর্তন হয়েছে। ক্লান্ত মন , ভারাক্রান্ত নয়নে জীবনের স্মৃতি গুলো ভেসে আসছে কনে দেখা আলোয়। আর কতবার! পাত্র পক্ষের সামনে বিজ্ঞাপনী পণ‍্য হবো।

নিন্দায় ঝলসে ওঠা শরীর আগুন খোঁজে। স্মৃতির চাদরে বিশ্রাম নিচ্ছে সময়। হস্তিনাপুর থেকে গান্ধার , একই ছবি ভেসে ওঠে।

Loading

2 Comments

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page