
কবিতা- ভুলের পাতা
ভুলের পাতা
পাপিয়া ঘোষ সিংহ
সাঁজের বেলায় মেঘ ভাঙা মন ভেজায় শরৎ
ভুলের পাতায় হচ্ছি জমা,শ্রাবণ আঁকা উদাস মন–
বলছে হেঁকে, বুঝিস না কি কমছে ক্রমে ভালোবাসা–
যায় না দেখা ওজন করে, অনুভবেই মনকে বোঝা।
ভালোবাসা বোঝাই করা এ মন নিয়ে
নিজেই নিজের জীবন সাজা কান্না দিয়ে।
তোর জন্য ভুল যতসব,তোর জন্য উদাস ভরা-
প্রেমের কথা যায় উড়ে যায় ঐ সুদূরে-
তোর বরাতে নাই তো প্রেমের মিঠে-কড়া।
উপহার আর উৎসবে জীবনতরী থাকবে ভ’রে –
এই দুরাশা’র মনের মাঝে জন্ম দিলি কেমন করে?
ভালোবেসে ভালোবাসা আঁকড়ে থাকা কঠিন বড়ো,
তোর কাছে যার মূল্য অসীম তার কাছে নয় তেমনতরো।
হতেই পারে যাচ্ছে ভুলে, চায়ছে ভুলে থাকতে তোকে,
একইরকম ভালোবাসা থাকে বুঝি উভয়দিকে!
অদম্য এই মনকে আমি কেমন করে সারিয়ে তুলি!
সারাদিনই ভাবনা ছুটে চলছে মনের অলিগলি,
দিনের শেষে হিসাব কষে যেই মেলাতে খুলছি খাতা,
অমনি স্মৃতির পাল্লা গুলো করছে ভারি চোখের পাতা।
আবার পুণ মুষিক হয়ে ভালোবাসায় আটকে থাকি,
ওখানেই যে বাঁচা-মরা, আর যে কিছু পাই না বাকি।।


2 Comments
Anonymous
অসংখ্য ধন্যবাদ
Anonymous
খুব সুন্দর