কবিতা

কবিতা- আর্তনাদ

আর্তনাদ

-অমল দাস

 

 

বন্ধ দরজায় ফিসফিস কানাঘুষো

নিশ্ছিদ্র রজনীর কঠিন আর্তনাদ,

বাইরে টিমটিমাটি আলো অপ্রাসঙ্গিক

চাঁদ আজ পূর্ণতায় উচ্ছল উন্মাদ।

 

জ্যোৎস্নালোকে ধরণী উলঙ্গ যৌবনা

বাদুড়ের ডানায় বিচলিত আচরণ,

ওৎ পেতে বসে ডালে হুতুমের দল

ইঁদুরের মৃত্যু লড়াই খোঁজে গৃহকোণ ।

 

বাতাসে পাতা ঝরা সরসরানি শব্দ

ক্ষুধার্ত ব্যাঙেদের ঘোঁৎ ঘোঁৎ ডাক,

সালোকসংশ্লেষের অভাবে ধুঁকছে পাতা

কালো হয়ে ছায় পিপাসু মশার ঝাঁক ।

 

প্রান্তিক মাঠে আগুনের শিখা জ্বলে

ব্যস্ত কৃষক, চলছে আগাছার বিনাশ,  

তৃপ্তির গহ্বরে ঢেলে দিয়েছি রক্ত

ঝুলিতে পুরষ্কার বসন্তের সর্বনাশ ।

 

রাত পোকার অস্তিত্বে আণবিক আতঙ্ক

আশ্রয় ঝলসে যাওয়া ঘাসেদের কোল,

দূর ওই রাস্তা- সমবেত কণ্ঠ ভাসে  

শেষ শোভা যাত্রা “বল হরি বল” ।

 

Loading

2 Comments

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>