
কবিতা- উত্তর কোথায়!
উত্তর কোথায়!
-রীণা চ্যাটার্জী
জীবনবৃত্তের পাকদন্ডী বেয়ে বেয়ে
হেঁটে চলেছি কতকাল, টলমল পায়ে
চলতে চলতে পেরিয়ে এলাম অসংখ্য
নুড়ি-পাথর, চড়াই-উৎরাই।
পাথেয় খুঁজেছি জীবন- তোমার বুকের ভাঁজে, পাঁজরের খাঁজে,আদুরে পরশ খুঁজেছি অনাদরে ফুটে থাকা ফুলের পাপড়ির বর্ণময় শোভায়।
জানা-অজানা পথের ঠিকানায় প্রশ্নরা হাতছানি দিয়েছে, দিশেহারা করে দিয়েছে বারবার, মন কপাট খুলে রেখেছে উত্তর আসেনি কোনোবার।
আজও খুঁজে চলেছে জীবন অতীতের জীর্ণশীর্ণ
পাতায়, কিন্তু হায়! কিছু ভিজে গেছে অভিমানে, কিছু মুছে গেছে অভিনয়ে, কিছু বল্মীক দংশনে মৃতপ্রায়… জানো কি প্রশ্নেরা? উত্তর কোথায় !

2 Comments
Anonymous
অসাধারণ
Anonymous
ভালো