তামসিক -আত্রেয়ী নন্দ সদ্য বৈধব্য প্রাপ্ত রমনীর কপালের ম্লান সিঁদুরের মতো সূর্যটা এনেছে বার্তা; পাখিদের পিছু নিয়ে ফিরে আসে তমসা। সারমেয় মন,লোলুপ দৃষ্টি খুঁজে নেয় তামসিক যজ্ঞের আহুতি দ্রব্য; একের পর এক মিটিয়ে নেয় পাশবিক খিদে। শেষ শক্তিটুকু দিয়ে ডেকে গেছে তোমায় তুমিও পক্ষপাত দোষে দুষ্ট! ধর্মের কল বাতাসে তো নড়ে নি! মানবিক […]
নয়নের অসুখ
তৃষ্ণা
বলি
বলি -আত্রেয়ী নন্দ সূর্য তখনও ঘুমন্ত বিসমিল্লাহ খাঁ পাড়া জুড়ে ব্যস্ত সময়; প্রজাপতি যজ্ঞের আয়োজন, খুঁটি বাঁধা ছাগল দিনভর আদরের আদিখ্যেতা। সন্ধিক্ষণ ক্রমশ উপস্থিত শরীরে লেপ্টানো বেনারস ঘরানা চন্দনের স্টিচ ফাটা কপাল জুড়তে সময়মতো হন্তারক উপস্থিত। পাতার ফাঁকে শরীর ছুঁয়েছে দৃষ্টি প্রজ্জ্বলিত বৈদিক অগ্নি; সাত জন্মের গিঁটে আবদ্ধ পলাতক মন পুরোডাশ, হন্তারক […]