মুক্তি

মুক্তি -নবনীতা মুখার্জী কবিতা কে আজ নিজেই দিলাম ছুটি, যত্নে রেখেছি মনের গোপন দ্বন্দ্ব –; শব্দরা যেন স্থির, গন্তব্যচ্যুত, হারিয়ে ফেলেছে অন্ত্যমিল এর ছন্দ !!   হৃদয় মাঝারে শাওনের ঘনঘটা, আলুথালু সাজে সাজানো রাগ অনুরাগ; বিচ্ছেদ ব্যথা নীল কালশিটে আঙ্গুলে, এস্রাজে বুঝি গাইছে বেদনা বেহাগ!!   বিরহ রসের সান্দ্রতা বুকে নিয়ে , বিপথগামী মুক্তির জয় […]

ফ্লাইওভার

ফ্লাইওভার -নবনীতা মুখার্জী ফ্লাইওভারের নরম নিয়ন আলো; আপন ছন্দে আঁকাবাঁকা পথে চলে, লুকিং গ্লাসে নিশাচর চোখ দুটো, চেনা রাস্তার অচেনা গল্প বলে !!   কুয়াশা ভেজা ঝাপসা উইন্ডস্ক্রিনে, ওয়াইপার মোছে বাষ্পীয় জলকণা, বেদুইন মন পরিযায়ী ডানা মেলে, পার করে মনখারাপী …..দোটানা !!   জীবন অঙ্ক জটিল সমীকরণ ; অমিল সেথা দুই আর দুই -চার, লঙ […]

আলো- আঁধারে

আলো- আঁধারে -নবনীতা মুখার্জী শিকড় গভীরে যায়, ইতিহাস খোঁজে, সময়ের ভাঁজে রাখা একমুঠো আশা; ধমনী তে বয়ে চলা চোরা ক্ষয় স্রোতে রক্তে মৃত্যু দেখে ধর্ম তামাশা ! ! শেষ টুকু বাঁধা আছে ঘড়ির কাঁটা তে , কিছু টা যে ঝুরো মাটি, কিছু টা যে ছাই ! শ্মশানে – কবরে নামে ধর্ম আঁধার , দিশেহারা শিরদাঁড়া […]

অন্তরাল

অন্তরাল নবনীতা মুখার্জী   বিষাদ বাষ্পে জমে থাকা যন্ত্রণা; হয়ত কখনো মুছবে কোনো শ্রাবণ, জল জমানো বুকের কাছে ক্ষতটার এবার একটু যত্নের প্রয়োজন ! !   দুঃখ যাদের বাড়তি সোহাগ করে; বৃষ্টি তাদের মন খারাপের গান – – স্যাঁতসেঁতে এক নির্জনতা জানে, লাল জমাট এর বৃষ্টি ভেজা স্নান !   মুহূর্তরা ঘড়ির কাঁটায় মাপা ; […]

মেঘ মুলুকে 

মেঘ মুলুকে নবনীতা মুখার্জী   মেঘ মুলুকের আবছায়া তে – স্বপ্ন গুলো রাস্তা হারায় ; ঘুম ঘুম চোখ সেই মুলুকে , ঝাপসা রাতের পদ্য শোনায় !! কোথাও একটা রামধনু রং — অলীক সুতোর স্বপ্ন বোনে , যে স্বপ্ন টা ভীষণ আমার , একলা রাতের প্রহর গোনে ! ঘুম স্টেশনে দাঁড়িয়ে থাকা , স্বপ্ন – স্মৃতির […]

স্বপ্ন

স্বপ্ন -নবনীতা মুখার্জী   সেই মেয়েটার কাজল চোখে স্বপ্ন ভালোবাসার; ছুঁতে চাওয়া শান্ত দীঘির গভীরতা অপার –। শাড়ির একটা পাড়ের ভাঁজে হঠাৎ একটা টান ! সেই মেয়েটার শিরায় শিরায় উত্তেজনার বাণ ! ঘরের মধ্যে ঘরের মত মনের মধ্যে ঘরে – – পুতুল খেলা সাজায় মেয়েটা ভীষণ যত্ন করে । ঝড়ের রাতে সেই মেয়েটার বাসর তোলপাড় […]