মুক্তি -নবনীতা মুখার্জী কবিতা কে আজ নিজেই দিলাম ছুটি, যত্নে রেখেছি মনের গোপন দ্বন্দ্ব –; শব্দরা যেন স্থির, গন্তব্যচ্যুত, হারিয়ে ফেলেছে অন্ত্যমিল এর ছন্দ !! হৃদয় মাঝারে শাওনের ঘনঘটা, আলুথালু সাজে সাজানো রাগ অনুরাগ; বিচ্ছেদ ব্যথা নীল কালশিটে আঙ্গুলে, এস্রাজে বুঝি গাইছে বেদনা বেহাগ!! বিরহ রসের সান্দ্রতা বুকে নিয়ে , বিপথগামী মুক্তির জয় […]
ফ্লাইওভার
ফ্লাইওভার -নবনীতা মুখার্জী ফ্লাইওভারের নরম নিয়ন আলো; আপন ছন্দে আঁকাবাঁকা পথে চলে, লুকিং গ্লাসে নিশাচর চোখ দুটো, চেনা রাস্তার অচেনা গল্প বলে !! কুয়াশা ভেজা ঝাপসা উইন্ডস্ক্রিনে, ওয়াইপার মোছে বাষ্পীয় জলকণা, বেদুইন মন পরিযায়ী ডানা মেলে, পার করে মনখারাপী …..দোটানা !! জীবন অঙ্ক জটিল সমীকরণ ; অমিল সেথা দুই আর দুই -চার, লঙ […]