কবিতা- অবুঝ পাখি

অবুঝ পাখি-সঞ্জিত মণ্ডল     মনের মধ্যে অবুঝ পাখির বাস-যখন তখন গুমরায় দিনরাতরাত যত বাড়ে বুকের মধ্যে চাপ-মনের ঘরের সব আগল ভেঙে পড়ে। অবুঝ পাখির আর্তনাদটা শোনো-সে কোন রূপসী প্রণয় ভিক্ষা করে,কালিদাস কবে মেঘদূত লিখেছিলো-প্রিয়া তার ঘরে প্রণয়ের চিঠি পড়ে। বিশ্বামিত্র মেনকাকে কে পেতে চায়মোহময়ী পরী উঁকি দিয়ে চলে যায়,সব তপস্যা ব্রহ্মচর্যগুলো –অবুঝ পাখির ডাকে […]

কবিতা- ধূসর গোধূলি

ধূসর গোধূলি-সঞ্জিত মণ্ডল     সেদিন একটা ধূসর গোধূলি ছিলোপ্রিন্সেপ ঘাট, গড়ের মাঠও ছিলোবাদামের খোসা ছাড়ানোর অছিলায়স্পর্শ সুখের অনুভূতি টাও ছিলো।ধূসর গোধূলি আবছায়া অবয়বেচেনা নাকি কেউ কার ও গলার স্বরমুখটা লুকানো দু হাঁটুর ছোট ফাঁকেপাশে বসে সেও ওড়নায় মুখ ঢাকে। মুঠো ভরা কিছু সোহাগ আলতো ছোঁয়াহৃদয়ে উথাল পাথাল ঢেউয়ের দোলাঅভিমানী মুখ থমথমে গোধূলিতেব্যাকুল আবেগ হার […]

কবিতা- অসহায়

অসহায়(বয়স্ক নিগ্রহ সচেতনতা দিবস উপলক্ষে লেখা )-সঞ্জিত মণ্ডল     একটা সময় ছিলো যখন তারাই ছিলো সহায়বয়সের ভারে ন্যুব্জ এখন তারা আজ অসহায়।কেউ কথা আর বলে নাকো ডেকে সবাই পাশ কাটায়অসহায় হয়ে বৃদ্ধ বৃদ্ধা আকাশের পানে চায়।বয়স হলেই একা করে দেয় অদ্ভুত এ সমাজজেনারেশন জেড এড়িয়েই চলে এড়ায় তো নীতিবাজ।নিগ্রহ চলে বুড়ো বুড়ীদের নিত্য দেখে […]

কবিতা- স্মিত মুখের আড়ালে

স্মিত মুখের আড়ালে-সঞ্জিত মণ্ডল     তোমরা সবাই দেখছো যে স্মিত মুখ-মুখের হাসিটি সদা অমলিন রাখি,হাসির আড়ালে বুকে আছে যত ব্যথা,সে ব্যথাকে আমি হাসি দিয়ে ঢেকে রাখি।জীবনে জীবনে আছি পুরাতন গানে-জানিনা কেন যে আশার স্বপ্ন টানে,ব্যথার মুকুল সব ঝরে গেলে প্রিয়,আমার কবরে শ্রীচরণ রাখিও। ভুলে যেও প্রিয় ভুলে যেও সেই গান-যে গানে পরাণ সঁপে দিয়েছিনু […]

অনু কবিতা- মেঘলা আকাশ

মেঘলা আকাশ-সঞ্জিত মণ্ডল     এমন দাবদাহের দিনে মেঘলা আকাশ ভালোবৃষ্টি ফোঁটা নাইবা ঝরুক মনে আশার আলো।নাইবা চাতক তৃপ্ত হলো উড়লো মেঘের গায়পরাণ আমার আনন্দে তাই মেঘের পানে ধায়।ঘেমে নেয়ে বেশ তো আছি কেউ কি ডেকে গেলোজানি অভিমানী প্রিয়ার মনে মেঘের কালো।অভিমানেই কাটুক না দিন এই বিরহ ভালোবৃষ্টি এলে হাসবে প্রিয়া বৃষ্টিতে মন ভালো।।

কবিতা- বিরহ বেদনা

বিরহ বেদনা-সঞ্জিত মণ্ডল   রাতজাগা পাখি আকাশের তারা গোনে,অপেক্ষা রাত জানে কতো সুকঠিন –প্রিয়কে না পেলে কতটা কষ্ট হয়,ইচ্ছেগুলো যে গোকুলে বাঁশি বাজায়।যখনই পৌঁছে দিতে চাই মৌরেণু,নিয়তি বোধহয় অলক্ষ্যে বসে হাসে-অদর্শনের তীর এসে বেঁধে বুকে,শতজনমের বিরহী প্রাণ হারায়। কেউ তো বলবে একবার ডাকো প্রিয়,স্বপ্নে দেখেছি প্রিয়তম হাসি মুখ –জীবনের শেষ সম্বল বাজি রেখে,প্রিয়ার বুকেতে চেয়েছি […]

অনু কবিতা- বৃষ্টি এলে

বৃষ্টি এলে–সঞ্জিত মণ্ডল     বৃষ্টি এলে আমার সাথে কইবে কথা আজএই খোলা চুল এলিয়ে দিয়ে ভিজবো সকাল সাঁঝ।বৃষ্টি এলে বলবে কথা আমার রাঙা ঠোঁটের ব্যথাকেউ জানেনা গোপন কথা প্রথম চুমুর দাগ।বৃষ্টি এসে শরীর ভেজায় অঙ্গে আমার কাঁপন লাগায়সে লাজ কথা বলবো কারে কাব্য লেখার কাজ।বৃষ্টি এলো চলেও গেলো ভিজিয়ে দিলো আজসে সব কথা কইতে […]

কবিতা- বৃষ্টি

বৃষ্টি–সঞ্জিত মণ্ডল     মেঘের ওপার হতে কে তুমি এমনি এলে,এতদিন পর!নিদাঘের প্রতপ্ত দুপুরে ডেকে বলোদরজাটা খোলো—খুলে দিই দ্বার। একরাশ মেঘলা আকাশউঁকি দিয়ে যায় যেন খোলা জানালায়।ঢুকে পড়ে শীতল বাতাস।মুখে হাসি, বুকে তার সদ্যভেজা মাটির আশ্বাস।গভীর বিস্ময়ে বলি, তুমি!তুমি এলে এতোদিন পর!তবু তো এসেছি।এই ছিল তার উত্তর।

কবিতা- প্রকৃতিও কথা বলে

প্রকৃতিও কথা বলে-সঞ্জিত মণ্ডল     প্রকৃতির কথা শোনাতে চাই শুনবে কি বলো তবেএকবার যদি শোনাই সে কথা অতি চমকিত হবে।জীবনে তুমি তো বাড়ি বানাবেই থাকবে আরাম করেসেখানে গড়তে পারো ইমারত যেখানে সাপেরা খোলস ছাড়ে।সাপ উষ্ণতা পেলে সেখানেই খোলসটা ছেড়ে যায়স্বাস্থ্যকর ও মনোরম হবে সেথায় বাড়ি যে বানায়।বাড়ি বানালেই শখের বাগান করবেই তুমি জানিযে জমিতে […]

কবিতা- আবির

আবির-সঞ্জিত মণ্ডল     ফাগুন এসেছে রঙিন আবির নিয়েরঙের মাধুরি ছড়িয়ে জগৎ জুড়েশিমূলে পলাশে মাধুরি ছড়ালো কেলজ্জার লাল প্রিয়ার আবির হাসি।আবির মাখতে মাখাতে দারুণ লাজঅন্তর চায় কেউ তো আবির মাখাকলজ্জায় লাল বাহিরের আবরণঅন্তর এক পুরুষ স্পর্শ চায়। মৌমাছি দেখো কোরকে পৌঁছে যায়মৌটুসী এসে কোরকে ঠোঁট ডুবায়অন্তর দিয়ে যদি কেউ ভালোবাসেসারাটা জীবন তাকেই তো দেওয়া যায়।কি […]