কবিতা- এখনো হেঁটে যাই

এখনো হেঁটে যাই-সত্য দেব পতি     ঐ যে দুর আকাশে জ্বলজ্বল করছে নক্ষত্ররাজি,পৃথিবীর থেকে শত আলোকবর্ষ দূরে-ওখানে আমার ভালো বাসার আতুর ঘর;যেখানে হাজারো সুর্য অহর্নিশী সদাজাগ্রত। আমি এই মাটির পৃথিবীতে একলা দার্শনিক,আমার ভালোবাসার বাগানে তোমার রোপিত গোলাপ,অতন্দ্র প্রহরী হয়ে সেখানে আমিই বনমালী-বিশ্বাসের মলয় বাতাসে রোজ সেখানে তোমার গন্ধ ছড়ায় মনের আঙিনায়,একটা কালো ভ্রমর রোজনামচা […]

কবিতা- এবং সময় ঘুরে দাঁড়ালো..!

এবং সময় ঘুরে দাঁড়ালো..!-সত্য দেব পতি   এখন প্রকৃতি বিরূপ,সময়ের আবর্তে দিণমণি অস্তরাগের রং মেখে পশ্চিমের সাগর তটে মূহ্যমান,পূবালী বাতাসে মাদুকরি করছে বাদলা বিকেল –ঈশানী মেঘের গর্ভে টইটম্বুর জলকণা বৃষ্টি হয়ে ভুমিষ্ট হোতে চায় পৃথিবীতে…জমাটি মেঘ প্রসব বেদনায় করছে আর্তনাদ। উন্মুক্ত প্রসবদ্বারে চাপানোর চেষ্টা বৈজ্ঞানিক বন্ধন-খোলামুখ থেকে বেরিয়ে আসা জন্মান্ধ জাতকের ত্রাহিমাং চিৎকার;কর্ণকুহরে জমায়িত অহংকারী […]

কবিতা- পথের আকাঙ্খা

পথের আকাঙ্খা-সত্য দেব পতি     আজো মনে পড়ে সেদিনের সন্ধ্যা,মনের আকাশে ছড়ানো বিপ্লবের চন্দ্রালোক,আপন মনে হেঁটেচলা লাল মেঠোপথ,অদূরে পিচগলা রাস্তায় ঝলমলে বৈদ্যূতিক বাতি,মেঠো পথের প্রাণপণ চেষ্টা সেই পথে মিশে যাবার।অনাহুতের মতো সরীসৃপী চালে হেঁটে চলে দুরাশা ‌হয়তো একদিন আসবে সময়,বুকের মধ্যে প্রবাহিত উষ্ণ বাতাস জ্বালিয়ে দিচ্ছে সমস্ত আশা‌,সেই পথে হেঁটে চলা পথিকের কাছে রেখেছে […]

কবিতা- মধুমাসে বসে আছি আমি নিরালায়

মধুমাসে বসে আছি আমি নিরালায়– সত্যদেব পতি     সব জানি এটা বলতেই ভালো’ শুনতে একটু ছেঁকা লাগে,সবকিছুই যদি জানা হয়ে যায় বুঝে যাবো সব আগেভাগে…কোনটা আসল বাসন্তী রং কিইবা তার যাদু?শিমুলের রং বেশি গাঢ়’ নাকি শুধু পলাশের রঙে কাবু!কৃষ্ণ চুড়া লাল রং নিয়ে পাগড়ি সাজিয়ে রাখে,কুড়চি বকুল ধবধবে সাদা, মুখ উচিয়ে দেখে-শালবনে ঝরে লাল […]

কবিতা- আজ এ বসন্তে…

আজ এ বসন্তে…-নীল ধ্রুবতারা (সত্য দেব পতি)     আমি বসন্ত বিলাপ শুনছি রাতের আকাশে,একলা চাঁদ রাত জেগে আকাশে ভাসছেরূপালী জোছনার আলিঙ্গনে।পুবালী বাতাসে মাদুকরি করছে পশ্চিমের ধ্রুব;দিনের আলোর ঝলকানিতে দেখেছি পলাশের রঙিন প্লাবন।তোমার আসার পথে দৃষ্টি বিছিয়েছি সেই ঊষাকালে,শিশির সিক্ত নগ্ন পায়ের চিহ্ন মিশে আসে বিকেলের পড়ন্ত উষ্ণ বেলাভূমিতে;কথা ছিল তুমি আসছো ঠিক বসন্ত বিহারে-তাইতো […]

কবিতা- আকাশের নিঃসঙ্গতা

আকাশের নিঃসঙ্গতা– সত্য দেব পতি     আকাশ বলে একলা আমি,একবুক আশা নিয়ে নিস্তব্ধ বিরলে বসে আছি, হাজার মেঘ আর নক্ষত্রের মেলা বসে রোজ-তবুও মন বড়ো নিঃসঙ্গ। দিনের দিবাকর আলো দেয় পৃথিবীতে,আমার বুকে প্রবাহিত বাতাসে প্রাণবন্ত থাকে জগৎ,তবুও আমি একলা নিতান্তই!কেউ আমার সাথে কথা বলে না তাই আমি মূক বধির। যখন পূর্ণিমার চাঁদ তার স্নিগ্ধতাময় […]

অণু কবিতা- অনুভবের কথা

অনুভবের কথা-সত্য দেব পতি     পদ্ম পাতায় জলের ফোঁটা মুক্তো হয়ে ভাসে,তোমার লেখা কবিতা গুলো প্রাণের মতো হাসে;কখনও হয় ভরা পুকুর শ্রাবন ডাকে মনে-আবার কখন পলাশ শিমুল ডাক দেয় ফাগুনে…কখন দেখি দাঁত ঠকঠক পৌষালী বয় পুবে,জৈষ্ঠ্য দহন অগ্নীগড়ে আগুন লাগে ভবে!কখন আবার স্বচ্ছ শরৎ কাশের ভেলা বায়-নীল নীলীমায় আসে হেমন্ত শিশির ভেজা পায়।

কবিতা- কেন?

কেন ? – সত্যদেব পতি হাজার প্রশ্ন মনের জানলা খুলে উঁকি দেয়,সেদিন থেকে…. তোমার সৌন্দর্য্য আমায় পাগল করেছে যখন প্রথম দেখলাম আমার মনের ক্যানভাসে , কিন্তু তুমি কি ভালো বেসেছ আমায় কনোদিন ও তোমার স্বারস্বত্য দিয়ে? জানি না! কতোবার জানতে চেয়েছি,আর তুমি এড়িয়ে গেছো বার বার সেই শৈশব থেকেই ; উত্তর আজও আমার কাছে দক্ষিণ […]

কবিতা- সৃষ্টি

সৃষ্টি– সত্য দেব পতি     অশান্ত ঝর্ণা যখন পাহাড়ের গায়ে, আগুন লাগিয়ে সমভুমিকে আঘাত করে –শান্ত মেদিনীর বুকে তখন শুরু হয় ভালোবাসার অনাবিল স্রোত;পাহাড়ের ক্রন্দন রোলঢাকা পড়ে যায়,ভূমিগত হরিৎক্ষেত্রের সবুজায়নে।দুই তীরে গড়ে জীবনের ইতিহাস,কতো গ্রাম প্রান্তর শহর নগর…প্রাণোচ্ছল কোলাহল নদীর পাড়নগরায়ন আর শিল্প ভাবনা আসেঐ নদীর প্রবাহ ধারা দেখে,নদী ভুলে যায় পাহাড় কাটার কষ্ট!সামনের […]

কবিতা- নীল পাখিটা একদিন

নীল পাখিটা একদিন– সত্যদেব পতি   দারুন লাগছে তোমায় যেন নীলআকাশের নীল পরী…নীলীমার সাথে নবীন শশীর উদয় বলেই ভ্রম করি,এলো চুলে দুর আকাশে হাসছে উমা কাটিয়ে ভয়-হাতের কাঁকন বাজছে কিনি দু’হাতে শোভে শঙ্খ বলয়;বাজে তারা কিনি রবে করছে যেন কিঙ্করি,দরাজ কন্ঠে গাইছে গজল তান ধরেছে আশাবরী-মুক্তো ঝরা হাসি যেন ডাকছে ময়ূর রব করিঝরছে মুক্তো ঠোঁটের […]