সে -সীমা চক্রবর্তী প্রতিবার আসি বলে যায়, যাওয়ার সময়, এই বার ‘চলি’ বলে সেই যে গেলো চলে হাতে দিয়ে একগোছা রক্ত গোলাপ আর তো এলো না ফিরে প্রতীক্ষার প্রতি পলে নদী হয়ে বয়ে যায় একরাশ দ্বিধা সংশয়… তারপর কত বার পৃথিবীতে দিনরাত এসে চলে গেছে বসন্তও ঘুরে গেছে, গেছে বৃষ্টির দিন, আমার নিস্তব্ধতা কে ঘিরে […]
কবিতা- সেদিন ফিরে এসো
সেদিন ফিরে এসো-সীমা চক্রবর্তী এমনও দিন আসবেযেদিন কন্ঠ তোমার ভুলে যাবে সুর তানভুলে যাবে কারো ভেজা অভিমানভুলে যাবে তোমার সারা জীবনের সঞ্চয়,সেদিন তুমি ফিরে এসো চলে…ফিরে এসো আমার আয়ত্তের পরিধিতেশেষ বেলা’কার হিসেব নিতেআনমনে গেয়েছিলে যত নিবিড় নিরালার গান…। যখন ডাহুক ডাকা উদাস দুপুরে, নিঃসঙ্গতার নিগূঢ় বাঁধনেপ্রাণপণে ভেবে চলেছো ফেলে আসা স্বরলিপি,তবু দিচ্ছে না […]
কবিতা- ক্ষত
ক্ষত-সীমা চক্রবর্তী অপলক চোখে গোধূলি বারান্দায় আলগোছে দাঁড়িয়েআলসেমিকে দু’পায়ে মাড়িয়ে…সাঁঝের আলো গাছের পাতায় শুয়ে আড়মোড়া ভাঙে,ঘরে ফেরার আনন্দ পাখিদের ডানা ছুঁয়ে তিরতির…আকাশ জুড়ে নানা রঙের ভীড়…এসব তো আগেও দেখেছি,তবুও যে আজ মনকে দিচ্ছে নাড়িয়ে…. । এক বস্তা যন্ত্রণা বুকের পাথরে ঘঁষা খেয়েঅন্ধকারে চকমকির মতো জ্বলছেসে আগুন বড় অসহায়… বড় নিস্পাপ…বলতে না পারা কথা’রা […]
কবিতা- শুধু একবার
শুধু একবার-সীমা চক্রবর্তী তোমার স্বেচ্ছায় নির্বাসনের গন্ডিতে আমিবিধ্বংসী ভূকম্প তুলবো,তোমার মনের অতলে জমা স্থির লোনা জলেআগুনের স্ফুলিঙ্গ জ্বালবো।পুড়িয়ে দেবো দূর্বল মুহূর্ত-ধারী হৃদয়কম্পনে ঝুরঝুর করে ঝরে পরবে বঞ্জার শব্দরা,তোমার উদাসীন দৃষ্টি থেকে ছিনিয়ে নেবো প্রত্যয়।যে মনের দোরে খিল এঁটেছ নির্দ্বিধায়সেখানে একবার শুধু একবার, ঝড়ের তান্ডব চাইযে নির্লিপ্ততার চাদরে নিঃশব্দের ফসল বুনেছোবজ্রপাত ঘটাবো তার গায়ে…। […]
কবিতা- বিবাদ
বিবাদ-সীমা চক্রবর্তী আমারও তো ছিল ঐ একই কথাএকই অধীরতাছিল আদুরী আশ্লেষী গভীরতাতবুও কেন কিছুই গাঁথা গেলোনা তার মতো করে ?যৌথ পথ চলা যেন থমকে গেলো পথেরই প’রে…অকারণে হেসে ওঠা বেতাল কথার ছন্দেযেমনই থাকিতবু তো ছিলাম ভালো আর মন্দেনাই বা জানতে চাইলো “কেমন আছো?”তবুও ছিলাম রাত টা বাদে সকাল সন্ধ্যে। যখন ভালোবাসা ঘর বাঁধলো, […]
কবিতা- মুখোমুখি একদিন
মুখোমুখি একদিন-সীমা চক্রবর্তী বৃষ্টি ভেজা শ্রাবণ ছিল তখন, প্রথম দেখার দিনতারপর ধুয়ে গেছে কত অযুত কালক্রমে ভেঙেছে স্বপ্ন, অলস দিন…বদলে গেছে দিন যাপনের অভিমুখতবু আজও মুখোমুখি আমরা দুজনপুরনো কথার রেশে সেই একই দুঃখসুখ।যদিও ঠোঁটের উপর বসে মৌন কালো রাতআবার শপথ বাক্যের নেই প্রতিশ্রুতিনেই সেদিনের মতো মরশুমি বর্ষার ধারাপাত। অপ্রেমে… দুজনে মুখোমুখি, না বলা […]
কবিতা- যদি তার দেখা পাই
যদি তার দেখা পাই– সীমা চক্রবর্তী যদি তার দেখা পাই মেঠোপথেঅথবা লক্ষ দারুচিনি গাছের ভীড়েসে কি চিনতে পারবে আমারে ?এমনই তো ভেবে ছিলাম তিরিশ বছর আগে…..যখন জীবন ছিলো তরতাজা পুরো ভাগেআজ তিরিশ বছর পর, এই প্রান্ত বেলায় এসেজীর্ণ দেহে….. ক্লান্ত চোখ… বলিরেখার জটাজালেহাল ভাঙা নাবিকের মতো, হতাশার শেষ বন্দরে,যদি কোনো বিষন্ন সকালেদেখা হয়ে […]
কবিতা- দূরত্ব
দূরত্ব– সীমা চক্রবর্তী ফেরার ইচ্ছে থাকলেও ফেরাটা আর হয়ে ওঠেনিদিন দিন দূরত্ব বেড়ে গেছে,যদিও দূরত্বের পরিমাপ করা হয়নি কখনোপার্থক্যটা চরম,বাস্তব আর কল্পনার মধ্যে ক্রুশবিদ্ধ হয়ে আছে,দেখা দেওয়া এক চুল-চেরা ফাটলএকদিন দুই মেরুকে ছুঁয়ে দিল,বিহ্বল প্রাণ পাবেনা জেনেইচাইনি কিছু নিটোল!জোড়াতালি দিতে গিয়ে সব আরও এলোমেলো অগছালো।এক অদৃশ্য পাঁচিল যেন দুজনের মাঝে,চাপা পড়েছে তাতে কত […]
কবিতা- হঠাৎ যদি
হঠাৎ যদি -সীমা চক্রবর্তী হঠাৎ আবার স্মৃতির গলি পথে কেমন হতো আসতে যদি ফিরে, নোনা জলের লজ্জা ধুয়ে দিতে নামতো বৃষ্টি ক্লান্ত শহর ঘিরে। নতুন করে ফুটতো রাঙা পলাশ অতর্কিতে বদলাতো সময় আবার, আরো একবার পথ হারাতো মন লেনা-দেনার চলতো কারবার। ফিরতে যদি আশার উজান বেয়ে তুমুল জোয়ারে ভাসতো ভাঙা বন্দর, ফাগুন হাওয়া বইতো শহর […]
কবিতা- তবুও
তবুও-সীমা চক্রবর্তী যাবো বললেই, যায়না যাওয়া জানিতবুও আছি যাবারই পথ চেয়ে,জমেছে মনে মস্ত একটা মেঘযখন তখন বৃষ্টি নামায় ধেয়ে। একটা প্রবল ঝড় আসছে জানিতবুও আছি বিকারহীন পড়ে,ভাঙেই যদি দরজা জানলা ছাদচারদেওয়ালও যাবেই জানি নড়ে। দাঁড়িয়ে আছি চোরাবালির উপরআধা শরীর ডুবেই গেছে কবে,তবুও মুখে মারছি রাজা মন্ত্রীভাবছি মনে সুখেই আছি ভবে। […]