বৃষ্টি তুই-সীমা চক্রবর্তী বৃষ্টি, আজ লিখবো তোকে নিয়েসাথে থাকবে টুকরো কিছু মেঘ,মনকেমনের দুপুরগুলো ভুলেতোর সাথেই গল্প আর আবেগ। বৃষ্টি, তুই বল’না তোর কথাকেমন করে জন্ম হয় তোর,কখন তুই আছড়ে পরিস কেঁদেকখন তোর নরম হাসির ভোর। বৃষ্টি, তুই থাকিস কত দূরেকোন মেঘেতে করিস তুই বাস,ডাকি যখন আসিস নাতো তুইবল’না তুই কখন ছুটি […]
কবিতা- বৃষ্টি যখন
বৃষ্টি যখন-সীমা চক্রবর্তী বৃষ্টি যখন ভিজিয়ে দিলো আমায়আমি তখন সেই চেনা রাস্তায়বহু দূর হেঁটে গিয়েছি আনমনেশব্দের ভাঙা-গড়ার খেলায় আত্মমগ্ন মন,এক আলৌকিক উদ্ভবেআসর জমিয়েছে সবে….বুঝিনি এভাবে আসবে বৃষ্টি আমার শহর জুড়ে,আলবেলা মেঘ হঠাৎই যেন খুঁজে পাওয়া উৎসবেএলো দ্রিমিদ্রিমি উল্লাস ভরা সাঁওতালি সুরে। গোধূলির শেষে সন্ধ্যা নেমেছে পায়ে পায়েমুঠো মুঠো অন্ধকার দলা দলা হয়ে ভাসছেমাস্তুল […]
কবিতা- স্মৃতির অবগাহন
স্মৃতির অবগাহন-সীমা চক্রবর্তী যখন তুমি থাকো না, তখনও আমি একলা নইতোমার অপেক্ষায় নিজেকে ব্যস্ত রাখি অক্ষয় স্মৃতিচারণে,নিরন্তর তোমাকেই দেখি আমার প্রতিবিম্বের সোপানে,তোমার রেওয়াজি সুরে শিরা-উপশিরায় চঞ্চল রক্তস্রোতআমাকে ঘুমাতে দেয় নানা জানি কত জন্ম এভাবেই জেগে আছিতোমার বিরহী বাসরে,ব্যস্ততার মাঝেও কিছু মুহূর্ত জন্ম নেয় বিকেলের অবসরে… তাই আমার অশান্ত মন আজ ভীষণ শান্ত,একটা নিবিড় […]
কবিতা- কি উপহার সাজিয়ে দেবো
কি উপহার সাজিয়ে দেবো-সীমা চক্রবর্তী কখনো তো চাওনি কিছু,অথচ চাওয়ার কত যতিচিহ্নহীন মাহেন্দ্রক্ষণ এলো গেলো…একাই চেয়ে গেছি আমি, বেহিসাবি… এলোমেলো… ।তোমাকে কিবা আর দিতে পারি….পৃথিবীর ঝড় থেমে এখন ধূসর বেলা,এপার ওপার শুধু ভাঙনের খেলা,এ যেন এক ধ্বংসস্তুপ নগর…সম্রাট নিরোর বাঁশি তে আবহ বিভোর…সেই সুরে দেখো, কি অকরুণ ভাবে পড়ছে ভেঙেআমাদের নাগরিক অবেলা….। এই […]
কবিতা- আমার নববর্ষ
কবিতা- একটু উষ্ণতার জন্য
একটু উষ্ণতার জন্য-সীমা চক্রবর্তী রাত্রি বাড়লেই শুরু হয় স্বপ্নের সাতকাহনফসিল আলিঙ্গনের মসৃণতায় ঢাকা তনু-মন,এখন একটু উষ্ণতার বড়ো প্রয়োজন।আকাশ জুড়ে ঝুরো মেঘের পসরাঝরবে কিন্তু নিভবে না আগুন পোড়া ফাগুনে…সূর্য বুঝি আলস্য অবসরেকক্ষপথ থেকে যাচ্ছে সরে সরেতুলোট শব্দরা জুড়তে চায় মুহুর্তের উষ্ণ আলিঙ্গনে। গুমোট দুপুরে হঠাৎ আসা তুমুল ঝড়ের শেষে…ঝোরো গাছটা অসহায় দাঁড়িয়েবাঁচার রসদ পাতাগুলো […]
কবিতা – কি উপহার সাজিয়ে দেবো
কি উপহার সাজিয়ে দেবো-সীমা চক্রবর্তী কখনো তো চাওনি কিছু,অথচ চাওয়ার কত যতিচিহ্নহীন মাহেন্দ্রক্ষণ এলো গেলো…একাই চেয়ে গেছি আমি, বেহিসাবি… এলোমেলো… ।তোমাকে কিবা আর দিতে পারি….পৃথিবীর ঝড় থেমে এখন ধূসর বেলা,এপার ওপার শুধু ভাঙনের খেলা,এ যেন এক ধ্বংসস্তুপ নগর…সম্রাট নিরোর বাঁশি তে আবহ বিভোর…সেই সুরে দেখো, কি অকরুণ ভাবে পড়ছে ভেঙেআমাদের নাগরিক অবেলা….। এই […]
কবিতা- পালাই চল্
কবিতা- গভীর রাতের নেশা
গভীর রাতের নেশা-সীমা চক্রবর্তী রাতের আকাশ বড় মোহময়…নেশা নেশা ঘোর লাগা,নীরবেও কত কথা বলে যায়সে কথা শুনবো বলেই আমার রাত জাগা।থমথমে আকাশটাও থাকে আমার অপেক্ষায়,রাতের গভীরতায়….চঞ্চল চোখে স্মৃতিদের ভীড়খামখেয়ালি ভাবনাগুলো বুকের ভিতর অস্থির,কেবলই ডানা ঝাপটায়… এই দীর্ঘ রাত আমার একার…ভেবেই ভালো থাকা,রাতের আয়নায় নিজেকে খুঁজে পাওয়া,বাকি সময়ের সবটুকু তো জলজে ঢাকা।জীবনটা এখন স্বচ্ছ […]
কবিতা- অনীক্ষণ
অনীক্ষণ-সীমা চক্রবর্তী যে অলীক প্রেম গেছো রেখেসে প্রেমে ঢেকে গেছে স্বপ্নের বেলাভূমিলতাগুল্মের মতো ছেয়েছে আঁখি-পটে মৌসুমি…বেলা অবেলায় মেঘবৃষ্টির আদর মেখে…. ।ছোঁয়া না ছোঁয়ার দ্বন্দ্বে বেঁধেছো পাঁকে পাঁকেতাই বুঝি প্রতি পলক সম্মোহিত হয়ে থাকে।অনুভবের গাঢ় স্নিগ্ধতায় রচেছি তোমার অবয়ব,তোমার আবেগের সাতকাহন,যদিও কল্পনার সাথে চির বৈরীতায় বাস্তব….। তবু যে ভালো লাগার বীজ বুনে গেছোজান্তে অজান্তে….ঊষর […]