সন্ধিক্ষণ

সন্ধিক্ষণ –সোনালী মণ্ডল আইচ বিকেল ও সন্ধ্যার মাখামাখি সময়ে স্পষ্ট শুরু হয় যক্ষ্মার মতো পিন ফোটানো । কুর্তির নীচে জ্বালা জ্বালা , ঝিঁ-ঝিঁ ডাকে লেবুগাছের পেছনে । শুনতে শুনতে বিশ্বাস — সেখানে এক প্রগাঢ় অগম্যতা । যেন ইস্কাপনের রানী দাঁড়িয়ে কি ভীষণ , বোবা আর রিক্ত, অস্তমিত সূর্যের হলুদ আভায় মহিয়সীর পালক পালক চোখে নিশ্চিত বিশ্বাস […]

কাঠকয়লা

কাঠকয়লা -সোনালী মণ্ডল আইচ   জীবন আমি  দুই মেরুতে জ্যাবদ্ধ আর মধ্যিখানে আকাশ মেগাবাইট ভুলে গেছি একপলা দু’পলা গুনি বকেয়া সেলাই করি মনের ভিতর হাজার রঙ বাকসো ছড়ানো  যা ইচ্ছে আঁকি একটা কালো আকাশে এক ফালি চাঁদ বলাকার পাখায় সাদা রঙ কবে শেষ , হে সর্পিল ভালোবাসা ভেসে যাও নীরবে নামতার গুনগুনানির মত একটানা ঘুমপাড়ানি গানে […]

তার পর থেকে

তার পর থেকে -সোনালী মণ্ডল আইচ ফুরিয়ে যাওয়া পথের কিছুটা খামে ভরে জিভ বুলিয়ে নিয়েছো আঠায় প্রাপ্তির গর্তে কাবুলিওয়ালা ব’সে ভীষন তৃষ্ণায় হাপিত্যেস গাঙচিলের ঝাঁক সৈকত খুঁজে না পেয়ে ব্যাঙমা ব্যাঙমীর আশায় আজ, কাল, পরশু জমিয়ে যাচ্ছি সবটুকু নগ্ন অতীত লিওনের গাঢ় নীল মখমলে স্কিৎজোফ্রেনিয়া ফেজ …