-
সন্ধিক্ষণ
সন্ধিক্ষণ
–সোনালী মণ্ডল আইচ
বিকেল ও সন্ধ্যার মাখামাখি
সময়ে স্পষ্ট শুরু হয়
যক্ষ্মার মতো পিন ফোটানো ।
কুর্তির নীচে জ্বালা জ্বালা ,
ঝিঁ-ঝিঁ ডাকে লেবুগাছের পেছনে ।
শুনতে শুনতে বিশ্বাস —
সেখানে এক প্রগাঢ় অগম্যতা ।
যেন ইস্কাপনের রানী দাঁড়িয়ে
কি ভীষণ , বোবা আর রিক্ত,
অস্তমিত সূর্যের হলুদ আভায়
মহিয়সীর পালক পালক চোখে
নিশ্চিত বিশ্বাস ওখানে —
পরশপাথর সোনাকে লোহা করে
বুকের ঝাপসা এক্স-রের পেছনে
বাকি স্বাধীনতাটুকু জাপটে সে
ঘোড়ার খুরের শব্দ হাতড়ায় …
-
কাঠকয়লা
কাঠকয়লা
-সোনালী মণ্ডল আইচ
জীবন আমি দুই মেরুতে জ্যাবদ্ধ
আর মধ্যিখানে আকাশ
মেগাবাইট ভুলে গেছি
একপলা দু’পলা গুনি
বকেয়া সেলাই করি
মনের ভিতর হাজার
রঙ বাকসো ছড়ানো
যা ইচ্ছে আঁকি
একটা কালো আকাশে
এক ফালি চাঁদ
বলাকার পাখায় সাদা
রঙ কবে শেষ ,
হে সর্পিল ভালোবাসা
ভেসে যাও নীরবে
নামতার গুনগুনানির মত
একটানা ঘুমপাড়ানি গানে
স্বপ্নের বৃষ্টি নামুক
সাহারার মত্ত রাতে ,
এবার যাবো ওই
মাঝ দরিয়ায় নাইতে
প্রশ্ন থেকে যায়
ফিরতে পারব কিনা
শেষটুকু আমরা জানিনা
বঙ্কিমবাবুও লিখে যাননি কপালকুন্ডলার শেষ পরিণতি …
-
তার পর থেকে