একই পৃথিবী একই আকাশের নিচে আমাদের একসাথে পাশাপাশি মিলেমিশে বসবাস,
তবুও কুসংস্কারাচ্ছন্ন পৃথিবীটা এক নয়–টুকরো টুকরো খন্ড বিখন্ড আমাদের মনের আকাশ।
সত্যি বড়ই আজব অদ্ভূতুড়ে আমাদের প্রচলিত প্রথাগত কুসংস্কার,
পরিচয় মানুষ রক্ত লাল -তবুও জাতপাত উঁচুনিচু বর্ণবাদের ভেদাভেদে -আমরা ফালাফালা -জেরবার।
রাস্তা ফাঁকা নেই কোনো যানজট,
তবুও কালো বিড়াল পথ কাটলে দাঁড়িয়ে পড়ি ঝটফট।
শিক্ষার নেই অভাব চারিপাশে ডিগ্রিধারীদের ছড়াছড়ি,
তবুও ভন্ড বাবাদের ঈশবর ভেবে চরণে খাই গড়াগড়ি।
ঈশবরের উদ্দেশ্যে আজও নিবেদিত হয় দুর্বল অবলা পশুপাখি-দের জীবন,
হাঁচি পেলে হয় যাত্রাভঙ্গ,-বিধবাদের আজও হয় -একাদশীর পালন।
আছে আছে,– আরো আছে,- বহুবিধ কুসংস্কার,-ভূত -প্রেত,ডাইনী,ওঝা,ঝাড়ফুঁক, কবচ,তাবিজ,মাদুলি বিজ্ঞানের অগ্রগতির যুগেও হয়নি এখনো পুরোপুরি সাফ – সাফাই,
সততা কঠোর পরিশ্রম নয়,- অদৃষ্ট ললাটলিখন অথবা ভাগ্যের উপরই অন্ধ ভরসা করে আমরা এখনও প্রায় সবাই জীবন নির্বাহ করে যাই।
আমার মনের উঠোনে হারানো ছেলেবেলা মাঝে মাঝে স্মৃতির সরণী বেয়ে ফিরে ফিরে আসে,
বৃষ্টির জলে কাগজের নৌকোরা ছেলেবেলার স্মৃতির উঠোনে আজও টলতে টলতে ভাসে।
অনভিজ্ঞ ছেলেমানুষী মনে ছিলো না
কোনো কিছুই ভবিষৎ জল্পনা -পরিকল্পনা,
ছিলো না নিজেকে সুখী রাখার অহেতুক মিথ্যা অভিনয়ের ভন্ড নাটুকেপনা।
ছেলেবেলা ফুরিয়ে যেন সাবালক জীবন অতি দ্রুত ফিরে আসে।
আজ সাবালক জীবন – মাঝে মাঝে ভাবে অভিজ্ঞ মন,
ভেবে ছিলো ভুল ভাবনা তখন-অনভিজ্ঞ নাবালক মন।
চাই না আজ এই- নাটুকেপনা মিথ্যা অভিনয়ে সুখী হয়ে বেঁচে থাকার একঘেঁয়ে রুটিনমাফিক নিশিদিন উদযাপন,
ফিরে পেতে চাই হারিয়ে যাওয়া ছেলেবেলার সেইসব অতীত সহজ সরল হাসিখুশী নিষ্পাপ জীবনযাপন।