মেঘলা আকাশ-সঞ্জিত মণ্ডল এমন দাবদাহের দিনে মেঘলা আকাশ ভালোবৃষ্টি ফোঁটা নাইবা ঝরুক মনে আশার আলো।নাইবা চাতক তৃপ্ত হলো উড়লো মেঘের গায়পরাণ আমার আনন্দে তাই মেঘের পানে ধায়।ঘেমে নেয়ে বেশ তো আছি কেউ কি ডেকে গেলোজানি অভিমানী প্রিয়ার মনে মেঘের কালো।অভিমানেই কাটুক না দিন এই বিরহ ভালোবৃষ্টি এলে হাসবে প্রিয়া বৃষ্টিতে মন ভালো।।
অনু কবিতা- বৃষ্টি এলে
বৃষ্টি এলে–সঞ্জিত মণ্ডল বৃষ্টি এলে আমার সাথে কইবে কথা আজএই খোলা চুল এলিয়ে দিয়ে ভিজবো সকাল সাঁঝ।বৃষ্টি এলে বলবে কথা আমার রাঙা ঠোঁটের ব্যথাকেউ জানেনা গোপন কথা প্রথম চুমুর দাগ।বৃষ্টি এসে শরীর ভেজায় অঙ্গে আমার কাঁপন লাগায়সে লাজ কথা বলবো কারে কাব্য লেখার কাজ।বৃষ্টি এলো চলেও গেলো ভিজিয়ে দিলো আজসে সব কথা কইতে […]
কবিতা- ঋণী
কবিতা- ভালো আছো…
অণু কবিতা- ক্লান্ত মনন
অণু কবিতা- মৃত্যু উপত্যকা
অণুকবিতা- কাব্যহারা
কাব্যহারা -বৃষ্টি (পলি ঘোষ) আলগোছা স্মৃতির তাড়নায়, বাক্য আজ দিশেহারা সুতোর আলগায়, আবেগ ছেড়ে লুটিয়ে পড়বে স্বপ্নের কোলে। মৃদু হাওয়া, শীতের ওম, আর গরম আবহাওয়া। ঘন ঘন গগনের কোলে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ রয়েছে ভেসে, ভাবনার সাগরে তলিয়ে গেছে কবিতা। হারানো ভাবনা ফিরবে নতুন করে। হারাব দিগন্ত মাঝে হাওয়ার পরশে। সেদিনও থাকবো বাকরুদ্ধ, আঘাতের বুক […]
অণু কবিতা- এই তো জীবন
এই তো জীবন-শম্পা সাহা তুমি চলে যাবে জানতাম।এ তো সহজ কথা,বসন্ত কোথায় থাকে চিরকাল?পাতাঝরা ঘুরে ফিরে আসে, আসে দারুণ নিদাঘ।দাগ রেখে চলে যাওয়া, এই তো জীবন।এক বার দেখা হলে, ছেড়ে যাওয়া অবশ্যম্ভাবী,মিলনে বিচ্ছেদের ভয়, বিচ্ছেদে মিলনের অনাগত সুখ। ভয় কি বিস্মৃতির, স্মৃতিও তো জুড়ে আছে তারই আধখান।আজ যদি রুক্ষ, ঊষর ভূমি, কাল জেনো […]