বোধ– দীপ্তিমান ভাণ্ডারী গনগনে সূর্যের দুপুরেএকখন্ড অবসাদ ঢুকে পেরেমনের অলিন্দে।কেবলই ছায়ার সাথে নিষ্ফল বোঝাপড়া। মুঠো খুলে আজ উড়িয়ে দিতে হবেসেইসব স্নিগ্ধতা-শিশির কণা-ভালোবাসা;কিন্তু হায়, মুঠো খুলে দেখিপরে আছে ফাঁকা বিলকুল। ঠিক তখনই চোখের কোণায়দু-এক ফোঁটা চিকচিকে নোনা জল।একি তবেনিজের জন্য নিজের সহানুভূতি!
অণুকবিতা- সময় প্রবাহ
অণু অবিতা- ভিতর
অণুকবিতা- বারি
অণু কবিতা- জীর্ণ রক্ষা কবজ
অণু কবিতা- আনন্দ
অণু কবিতা- মনসাগরে
অণু কবিতা- বেদনার নদী
কবিতা- সাফল্য
সাফল্য– সত্যেন্দ্রনাথ পাইন শিকড়ের টান কুটিরের কৃতজ্ঞতাক্রমশঃ- ঝোপঝাড় হীনজীবনানন্দ হিরে শীর্ণ স্রোতের নির্ঝরিণীমুক্তি খোঁজে মৃত্যু শোকেঘৃণায় অপমানিত পেখমের চালাকি ঠাট্টা বিদ্রুপ অশ্লীলতায় প্রতিদিন যখনপুড়ে পুড়ে ক্ষয় হতে হতেপারদ নামায়সমতল পৃথিবীর বাস্তবতায়…. জমিদারির পতাকাহেলেদুলে বলে ওঠে তখনি অবনী, ভালো আছো? ।