-
কবিতা- কস্তুরী গন্ধে
কস্তুরী গন্ধে
– অমিতাভ সরকারনাভির গন্ধ আছে!
গন্ধ আছে তোমাতে,
মাতাল করেছ তুমি এই প্রভাতে।বসন্তে সুখ আছে।
প্রেম আছে বাতাসে,
নিরাশ করোনা কভু ভালোবাসা দিতে।মাতাল হয়েছো তুমি?
তোমার বসন্ত সৌরভে,
ছিঁড়ে ফেলো নাভিমূল নিশ্চিন্তে ঘুমোতে!উদার হৃদয় আছে।
প্রেম আছে গভীরে,
ভালোবাসা রেখেছি শুধু তোমার নিমিত্তে। -
ভৈরবী
ভৈরবী
-অমিতাভ মণ্ডলএকটি আলোর ফোটা কপালে লাগুক
একটি প্রভাত হয়ে খুলে যাক দিক
একটি দিনের শুরু জানালা খোলায়
একটি পথিক কেউ গান তুলে নিক।একটি কাশের ফুল হৃদয় দোলাক
একটি প্রথম-দেখা হয়ে থাক, কবি
একটি সুরের ঢেউ ছাপিয়ে উঠুক
জীবন শুরুর পথে বাজুক ভৈরবী।একটি শরণাগত মুমূর্ষু মনের
বাঁচবার আর একবার ইচ্ছে হোক,
আকাশ নদীর কাছে চাইলাম প্রেম
পৃথিবীর কাছে চাই কিছু ভালো লোক।