• কবিতা

    কবিতা- রক্তশূণ্য চোখে

    রক্তশূণ্য চোখে
    – এস ডি সুব্রত

    একদিন যদি যাই, এ ভূবন ছেড়ে
    অচেতন দেহখানি , মিলায় শূণ্যেতে
    অবিনাশী আত্মা মোর, ঘুড়ে চারপাশে
    অবিচল চোখ দুটো, অপলক দেখে
    অনন্ত অসীম প্রেমে , নেবে তুমি চিনে
    মরে গিয়েও দেখব , রক্তশূন্য চোখে
    যদি তুমি কষ্ট পাও, হারাব অলক্ষে
    জ্বালাব না কোনদিন, সুখ কেড়ে নিতে।

    যে হৃদয় জ্বলে জ্বলে, হয়ে গেছে ছাই
    নিবিড় চুম্বনে তবু, ভালবাসা চাই
    অশরিরী আত্মা তবু, খুঁজে নিশিদিন
    তুষার জড়ানো শীতে, উষ্ণ আলিঙ্গনে
    আরো কাছাকাছি এসে, ছুঁয়ে যাব শেষে
    অবাক তোমার ঠোঁটে, উর্ধ্বলোকে ভেসে।

  • কবিতা

    কবিতা- গোধূলি সময়ে

    গোধূলি সময়ে
    – এস ডি সুব্রত

     

     

    চুরমার ভাঙ্গা কাঁচ, অব্যক্ত বেদনা
    দুজনার মধুময় , আনন্দ সময়
    নিমেষেই হয় যেন, দূঃখ ভারাক্রান্ত
    ঘুমে কিবা জাগরণে, সুখ নাহি মেলে
    বিষাদের ঘেরাটোপে, ব্যাথা ভরা নীলে
    তারা ভরা রাতে যেন, হারাই আঁধারে
    বয়ে চলা মোহনায়, শুভ্র স্বচ্ছ জলে
    তোমারই প্রতিচ্ছবি, স্বপ্ন হয়ে ভাসে।

    ভাবনা যখন শুধু, তোমায় ঘিরে
    অবশেষে নিরালায়, মননে মগজে
    অনন্য সুখ ভাবনা, গোধূলি সময়ে
    নাগরিক কোলাহল, একেবারে ভুলে
    পৃথিবীর সব কিছু, ফিকে হয়ে যায়
    তুমি আমি মিশে যাই, মোহনার স্রোতে।

  • কবিতা

    কবিতা- ফেলে আসা শহরে

    ফেলে আসা শহরে
    – এস ডি সুব্রত

     

     

    যাপিত জীবনে জল জোছনার শহরে
    কংক্রিটের চার দেয়ালে ব্যস্ত সময় যাপন
    বালি পাথরের শাপলা ফোটে পৌর চত্বরে
    শেষ বিকেলের শান্ত সুরমা জলে
    হাসি কান্নার মিলিত স্রোতে জলবতী ধারা বহে
    গোধূলির আভায় ডুবে যাওয়া লাল রঙে
    আচমকা কল্পনা জাগে মনোভূমে
    কী কারণে পড়ে আছি হায় হিজলের বাঁকে
    মন মজে না কিছুতেই পেয়ারীর প্রেমে,
    অনন্য মায়ায় অশরীরি ছোঁয়ায়
    অবিরাম ছুটে চলি চাঁদের দেশে
    অদেখা প্রেমে নিমজ্জিত হই মোহনার জলে
    বড় ইচ্ছে জাগে নব স্বপ্ন সাধে
    উড়ে যেতে ফেলে আসা প্রিয় শহরে
    কোর্ট ষ্টেশন দোয়াগঞ্জল জসিম মেহেদী
    সদালাপী প্রিয় কবি স্বর্গীয় স্বপন রক্ষিত
    দর্পণ -মহিউদ্দিন রাসেল এস টি শাহাদাত
    কন্ঠ -শাহাদাত শান্ত বেশ মনে পড়ে
    সব ছাপিয়ে তবু ইদানিং অনন্য মায়াবী কন্ঠ
    ইশারায় নিত্য ডাকে ফেলে আসা প্রিয় শহরে।

  • কবিতা

    কবিতা- সূর্যোদয়ের রঙে

    সূর্যোদয়ের রঙে
    -এস ডি সুব্রত 

     

     

    আমি বৃষ্টিতে হাঁটি
    কেউ কান্না দেখবে বলে
    বেহালার করুণ সুর
    শূন্যে মিলায় দূর বহুদূর
    গভীরতম বাস্তব বেদনাবোধে
    আবেগী সময় কাটে ধৈর্য্যের সীমানা ছাড়িয়ে,
    চারিদিকে চঞ্চল জীবনযাত্রা
    উদাস আকাশ
    আমার বুকে অথৈ জল, নীরবতা
    এই প্রথম কারো বিশ্বাসের কাছাকাছি
    নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকি
    কারো প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকি
    রোদ কিংবা বৃষ্টি,
    কতকাল পরে ঘুমে জাগরণে
    ভাসি মেঘনায় ভরা জোয়ারের জলে
    ঘিরে ফেলা আঁধার মূহুর্তে
    সে জোনাকির আলো জ্বালে
    সবুজ ঘাসের শিশির মায়ায়
    অবিরাম জড়িয়ে রাখে
    বৃষ্টিভেজা বেদনার ভোরে
    জাগিয়ে তুলে সূর্যোদয়ের রঙে
    যে আছে একজন মনের মুকুরে
    দূরে বহুদূরে তবু খুব কাছে।

You cannot copy content of this page