• কবিতা

    সুখ পাখি

    সুখ পাখি
    -পলি ঘোষ

     

    আজ পেপারে দেখলাম একটা সুন্দর পাখি ।

    নামটা ঠিক মনে এলো না।

    কিন্তু কি সুন্দর একটা নরম আলোয় ভাসতে থাকা কিছু-

    এক রঙা মেঘে রাঙিয়ে নিয়ে অনেক কথা যেন আমার কানে কানে বলে যায়। আর তুমি আমার মনের ভিতর থাকা ভালবাসা অনুভব করে খুশি হবে।

    এই পথে চলার শপথ করে তুলে ধরার এক নতুন ঊষাকাল।

    ঐ নীল আকাশের দিকে তাকিয়ে দেখি হারিয়ে ফেলেছি আমি নিজেই নিজের ঠিকানা।

    পাখি উড়ে যায় স্বপ্নের প্রেমের কাব্যের ভাষায় প্রকাশ করে চোখের টানে ছুটে চলে এক গভীর সাগরে।
    কি ভাবে কি হবে বলো আমার স্বপ্নে বিভোর নিরন্তর পথচলা।

    ঘুমিয়ে পড়ি কেমন করে ভেবে দেখো তোমার আমার ভালবাসার আবেগ অনুভূতি প্রকাশ করে মৃদু হাসির বাঁধভাঙা এক রঙা মেঘে।

    ভোরের শিশির কণা রোদের সাথে আজ আমার কবিতায় অশ্রু হয়ে ঝরে আজ বিষন্ন বিস্তারিত মিথ্যা মাখিয়ে সত্যি হবে মনে।

    সকাল থেকে রাত পর্যন্ত জেগে থাকা কিছু স্বপ্ন আঁকি ছাড়াই রং তুলি দিয়ে কাঁচের জানালার পাশে ক্লান্ত ছায়া খেলা বসন্তের কোকিল কালো মেঘের মতো চেয়ে।

    রাত কাটিয়েছি তোমার আমার মনের মাঝে শিহরন জাগে একবার ভেবে দেখো। আজ বিষন্ন হয়ে মিশেছি আমার স্বপ্নে বিভোর নিরন্তর বিরহ অনল ভেজাই চোখের জলের সাথে।

    আজ আমার মনের মতো নগণ্য সাধারণ প্রশ্ন লেখ কোন কিছু করার আগে শুভ্র মেঘের পালক নেই সেখানে বা শুকনো পাতার মতো।

    আজ সারাদিন কাজের ফাকে উঠা ছবি তুলে ধরার তৌফিক দিন ধরে বর্তমান কে সাক্ষী রেখে আবীর রঙা মেঘে রাঙিয়ে নিয়ে আমার সুদূর পথের পথিক আমি নিজেই নিজের জীবন দিয়ে শুরু হল নতুন ঊষাকাল পূব আকাশে উড়তে থাকা সদ্য নির্মিত এক রঙা মেঘে ওড়া এক পাখি।

  • কবিতা

    মন খারাপ

    মন খারাপ
    -পলি ঘোষ

     

    আজ আকাশে চাঁদ উঠবে তোমার অপেক্ষায়।
    আমি অবাক নয়নে নয়ন জুড়ে শুধু চেয়েছি তুমি প্রিয় আসবে বলেই।
    আজ আমার মনের দুয়ারে এসো প্রিয় সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করে।
    আমার মন খারাপের রাতে তোমার মার অপেক্ষায় এখানে আমি একলা আকাশ দেখি।
    জানো প্রিয় তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি।
    এখনো পর্যন্ত কোনো কিছু বলতে গিয়েও তুমি প্রিয় ভাবছো শুধু দৃষ্টি আকর্ষণ করে।
    একি তোমার আজকের সূর্যোদয় থেকে সূর্যাস্ত প্রশান্ত স্বপ্নগুলো।
    কিছু বুঝে ওঠার আগেই আমি শুধু চেয়েছি তোমায় জানতে।
    আমি আছি তোমার অপেক্ষায় থাকবো দেখার সুযোগ পেলেই দেখবো তোমায় হাজার হাজার তারার মাঝে এক শুকতারা রূপে শতবার।
    আমি এখন মন খারাপের রাতে সুরে সুর মিলিয়ে গাইছি এক দুঃখের গীত।
    আমার স্মৃতিগুলো আমায় উপহার দিতে এগিয়ে আসে আঁধার রাতে ঘুম আসে না মন খারাপের গভীর ঘুমে।

  • কবিতা

    আজ এই নিঝুম রাতে

    আজ এই নিঝুম রাতে
    -পলি ঘোষ

     

    আজ রাতে সময় দিও নীরবতা নিয়েই ব্যস্ত থেকে তোমার জবাব দেবো ।
    আজ খুব খুশি হলাম তোমার চলার পথের ধারে কাছেও আছে সম্পূর্ণ অন্য প্রলেপ মাখা দুচোখ আঁকতে।
    এখন থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ঐক্য প্রগতি নিয়ন্ত্রিত উষার ঐতিহ্য অনুযায়ী এটুকু অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে পারি।
    ওদাস হাওয়ায় হাওয়ায় ভেসে বাউল গান গাইতে গাইতে পাঠিয়ে দিলাম ভুবন ভরে এক ছোট্ট স্বপন বাদশার কাছে।
    এখন ঈশ্বর যদি নিজের থেকে একটু দয়া করে।
    আজ মেঘ বালিকা আমায় নিয়ে যাওয়ার পথে ঘাটে হাজার ঐতিহ্য ধারণ করবে বিমানবন্দরের সামনে এসে ।
    সত্যিই কি তাই আমার প্রিয় হয়ে উঠছি এক দিগন্ত প্লাবিত করে বুকের গভীরে।
    কি মনে করে আমি আজ স্রোতের শেষে একলা আকাশ বৃষ্টি ভেজা রাতে ভাবছি বসে লিখবো তোমায় যত্ন করে এক সুবাসমাখা বসন্ত জাগ্রত খামে মিস্টি এক শব্দের নির্জনতা।
    হাজার ব্যস্ততার মাঝেও তুমি কিন্তু অনেক যত্ন করে বেঁধে রেখে মনের মাঝে দিও একটু জায়গা।
    এক পার্বত্য পর্বতারোহণ সংঘের পক্ষ নিয়ে বাঁচতে শেখার আশায় আশায় বুক বেঁধে রাখার তরে।
    আজ গঙ্গার পবিত্র জলের মধ্যে এক অদম্য মেধাবী কৃতি নিয়ে ব্যস্ত হয়ে মনে স্বপ্ন গুলো সত্যি হয়ে ভেসে যায় আপন বেগে।
    আজ শুধুই আমি ভাসবো এক অসহায় হয়ে এক তুমুল পাথর চাপা কষ্ট বুকে জড়িয়ে। সারাটা রাত জাগা পাখি হয়ে এক দিগন্ত অব্দি দৃষ্টি আকর্ষণ করে বলছি কখনোই আমি নির্ভীক সত্যকে স্বীকার করে বুকের গভীরে মোচড়ানো গল্প হবো।
    আচ্ছা ঠিক তেমন একজন মানুষকে বিশ্বাস করতে পারবে আমার মনের কাননে রাখবো তবে এই নিঝুম রাতে ভাবুক হয়ে ছুঁয়ে ছুঁয়ে।

  • কবিতা

    এ কেমন তুমি

    এ কেমন তুমি
    -পলি ঘোষ

     

     

    এ কেমন তুমি চোখের তারার আলোয় উদ্ভাসিত আমার প্রিয় তোমায় পাবো অমর হয়ে ।

    আমার সকল ভাষা হারিয়ে ফেলেছি তোমাকে আমার জীবনেই বেঁধেছি আপন মনের দিগন্তে।

    আজ শুধুই কল্পনা জুড়ে তোমার বসবাস আমার মনের কাননে রাখবো হাজার নক্ষত্রের পানে।

    আমার প্রেমের মিষ্টি মধুর স্মৃতিগুলো পৌঁছে দেবে আমার প্রিয় কবিতার অনুবাদ করে সম্মানিত ঐতিহ্য অনুযায়ী অনুদান প্রদানের উদ্দেশ্যে।

    আমার প্রেমের কাব্য গিয়ে পড়বে সহস্র জ্ঞানী গুণী মানুষগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উপহার দেওয়ার জন্য।

    আমার ভালবাসা বুঝবে সেদিন থেকে ভাবতে ভাবতে ঘুমিয়ে ছিলাম হঠাৎ করেই বুকের ভেতর থেকে একটা আলাদা কিছু মুহুর্তগুলো মেঘেদের বুকে জড়িয়ে সারাটা জীবন তোমায় দিলাম ভুবন ভরে এক খুশির জোয়ার ভাটার খেলায় আমার সকল দুঃখের প্রদীপ শিখা।

    আমার প্রিয় তোমায় দিলাম ভুবন দেখার সুযোগ করে সম্মানিত ঐতিহ্য ধারণ করতে আমার প্রেমের গোলাপ।

    আমার প্রেমের প্রথম কলি ফুটে উঠেছে সারা জীবন আমার শুভ্র প্রাণের স্পন্দন পৌছে গেছো অনেক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে করতে।

    আজ অজানাকে সাক্ষী রেখে নিশ্চিন্তে এলিয়ে পরি ভোরের অজস্র শেফালি ফুলের অগাধ সম্মান প্রদর্শন করতে করতে।

  • মুক্ত গদ্য

    ভালো আছি

    ভালো আছি
    -পলি ঘোষ

     

     

    অনু পরমাণু বোমা হামলার ঘটনা থেকে ও আজ আলো আশার প্রদীপ জ্বালিয়ে ভেসে উঠতে পারছি এটাই কম কি পাওয়া। আমি নিজেকে উড়িয়ে দিয়ে আবেগ হাওয়ায় হাওয়ায় ভেসে আসা প্রতিটি আবেগ ভরা চোখ দুটি কুসুম কুসুম কোমল মনের দিগন্তে মেঘ বালিকা হয়ে জ্বলছে। আজ হঠাৎ করে এমন হলো আমার যেটা ভালো সম্পর্ক ভালো সেটা বুঝতে না পারো কিন্তু নাড়ীর টানে আটকে গেছে রাতের স্রোতে ভেসে আলতো ছোঁয়ায় চোখের তারার আলোয় উদ্ভাসিত হোক আমার ক্লান্তিকর মুহূর্ত গুলো। আমি আপন মানুষ ভরা সুবাসমাখা জীবন তরঙ্গ বয়ে আনুক অনাবিল আনন্দের মাঝে। আমি জানি আমার ছোট তরী বাইতে ঐখানে যাবে স্পন্দ নেই যেখানে আবেগের নীরব ছবি তুলে পাঠাও। আমি ঝরে পরি ভোরের অজস্র শেফালি ফুলের অগাধ সম্মান প্রদর্শন করতে করতে। আমি আজ হবো প্রিয় তোমার অনুভবে অনন্ত সুখের ভাগি।তাই তো আমি আজ শুধুই কল্পনা জুড়ে জোছনা রাতের অন্ধকারে মিশে থেকেছি আমার শুভ্র প্রাণের স্পন্দন ভালো আছি বলে। আজ এক অসহায় অবস্থা জোরদার কিছুই নেই শুধু নিজের জীবনের সবচেয়ে ভালো আছি। জানি না কোথায় শুরু আর শেষের পরিনয় কি। আজ আলো আশার প্রদীপ জ্বালিয়ে রাখিব হৃদয় জুড়ে মনের দিগন্তে উচ্চ আদালতে হাজির হবো আমি। তখন একাই চলে যাবো অনেক অনেক ভালো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজের তাগিদে। আমি গর্বিত আমি নিজেই নিজের লড়াই এ সক্ষম এক ভূগর্ভস্থ ভূমীকা। পাশে কাউকে বিশ্বাস করে পাই নি। বদলে তিরস্কার আর অপমান। যা বলার জন্য আমি আমার জীবনের সবচেয়ে ভালো আছি। আজ যারা আমাকে আশা দিয়ে নিরাশ করেছে তাদের উপর বসিয়ে দিলাম আমার সম্মান। আমার আলো আশার প্রদীপ জ্বালিয়ে রাখিব হৃদয় জুড়ে জোছনা রাতের অন্ধকারে ডুবে।

  • কবিতা

    এক পশলা শীতের সকাল

    এক পশলা শীতের সকাল
    -পলি ঘোষ

     

     

    শহরের বুকে এক পশলা কুবের বৃষ্টি ঝাঁকিয়ে নিয়ে আসে শীত।
    আজ ছাদহীন রাস্তার মানুষগুলো রোদে জেগে উঠে।
    আগে উনুন ধরিয়ে তাপ নেয়।
    শীত প্রচন্ড শীত থরথর কাঁপন দেওয়া শীত।
    লাল নীল হলুদ কমলা কাঁথা লেপ কম্বল জ্যাকেট
    চাদরে মাপলারে জড়ানো শীত।
    কাপ থেকে লকলকে আঁকাবাঁকা ধোঁয়ায়
    নিজেকে হারিয়ে যাওয়া এক ভীষণ শীত।
    হৃদয়ের মখমলে জমানো শিশির ভেজা এক শীত।
    গাছের ফাঁকে মিষ্টি দোয়েল শিষটি তোলে আপন মনে।
    মনের আবেগে ইচ্ছেগুলো সাজিয়ে তুলি নানান ঢঙে।
    মায়ের ছোট্ট খুকু পাঠিয়ে দেবো রোদের খামে মিষ্টি এক চিঠি।
    আমার উঠোনের কোনে গন্ধে ভরা সুবাসমাখা শিউলিতলা।
    আমোদ ছোঁয়া পাগল করে এক পশলা শীতের সকাল।

  • কবিতা

    প্রিয় সম্রাট

    প্রিয় সম্রাট
    -পলি ঘোষ

     

     

    অলি গলিতে সন্ধ্যায় আমি একটা ছবি ।
    অলি গলি আজ আমার জীবনের সবচেয়ে বেশি প্রিয় সম্রাট ।
    জীবনের প্রথম চলার পথে ঘাত প্রতিঘাত
    এক পশলা অজানা অচেনা আপণ আশঙ্কা।
    মনের হিয়ার মাঝে হিমের পরশ পাথর বেঁধে ওঠে রক্তজবা হয়ে।
    দেখি আকাশ জুড়ে শুধুই জমছে মেঘের ভেলা সারি সারি ।
    আমি আমার জীবন ভেলা ভাসিয়ে নিয়ে চলি আপন হাতে বৈঠা বেয়ে।
    আমার ভালবাসার দুই নয়ন খুঁজে সারাক্ষণ শুধু তুমি তুমি করে।
    এখন দেখি আমি শ্যাওলা পড়া আছে আমার মিষ্টি আদরের লক্ষী সোনা।
    ভিড় বাড়াতে হাত রেখে দিলাম তোমার মুক্তো মুখের হাসি মুখ পানে।
    আমার সকল সাধের বনলতা মালা গেঁথে থাকবে মনের মাঝে।
    আমি খুশির হাওয়ায় পাল তুলে দিয়ে আবেগ হাওয়ায় হাওয়ায়
    ভেসে গেলাম অনপুম সৌন্দর্যের বৈচিএ্যময়।

  • কবিতা

    দীপশিখা

    দীপশিখা
    -পলি ঘোষ

     

     

    আজ আমার যতদূর চোখ যায়,
    কেবলই নিয়ন আলোর দ্বীপশিখা টি
    আজ ক্রমশ ফ্যাকাশে মনে হয়।
    আজ শহরের সোডিয়াম বাতির আলোয়
    দেখি কোথাও কোথাও আলোক জ্বলতার অভাব
    সোডিয়াম বাতির এক আলোয় ঘেরা,
    সন্ধ্যাবেলায় নিজেকে আলোর মাঝে একটু বেঁচে থাকার আশা।

    আজ নিজেকে অন্ধকার থেকে আলোর পথে আনতে লেখা মিষ্টি শব্দের আনাগোনা ।
    আমি আজ আঁধার কে করি ভয়।
    একটু আলোর মাঝে নিজেকে মেলেধরা।
    তবুও আমি আলোর মাঝে স্বপ নিয়ে বাঁচতে শেখা।

    আজ তবুও দেখি সূর্য অস্ত যাওয়ার শেষে, আলো রোজ প্রভাতে
    দেয়াল ঠেলে এসে জমা হয় নতুন এক স্বপনের আগমনী বার্তা নিয়ে।
    একটু রোদূর হাতে নিয়ে আমি আমার মিষ্টি শব্দের
    ভান্ডার সাজিয়ে তুলি রাম ধনুর আকারে কলমের ডগায়।
    আমি তো আজ পরাজিত না হার মানা তো আমার শোভা পায় না।
    আমি উঠব আবার জ্বলে আমার আপন শক্তির বলে।
    আঁধারকে হার মানিয়ে আমি আলোর দ্বীপ শিখা হয়ে জ্বলব।

  • মুক্ত গদ্য

    নতুন ছন্দে ছন্দে লিখবো আমার পথের দিশা

    নতুন ছন্দে ছন্দে লিখবো আমার পথের দিশা
    -পলি ঘোষ

     

     

    অলি গলিতে সন্ধ্যায় ঘরের সদর উপজেলার জাহাঙ্গীরনগর ঘুরে ঘুরে ফিরে একই রকম ভাবে কিছু কিছু মানুষের মধ্যে থাকা প্রচুর পরিমান কিছু কিস্তিবন্দী কথা অমৃত বাণী নিভৃতে অভিমানে কেঁদে আজ আমি উপলব্ধি করতে ক্লান্ত অবসন্ন হয়ে আত্মার সীমাহীন সুখে অবগাহন এক যান্ত্রিক জীবনদর্শন হয়েছি।
    আমি আজ হিমশীতল শীতের কুয়াশা ঢাকা মহানগর আওয়ামী লীগের সমর্থক আজ সত্যি সত্যি ইতি টানতে এক নীড় বেঁধেছি। যেতে চাই আমি আরো অনেক ভালো এক সুবিশাল কক্ষ আশা করে নিজের মতো কেউ আমাকে একটা সুন্দর অসাধারণ কবিতা লিখে দোয়েল পাখির মিষ্টি গানের সুর বাজিয়ে মিষ্টি এক নতুন এক সকাল উপহার দেওয়ার জন্য এগিয়ে সরবে অপেক্ষা করবে।
    সতত মোরে ডাকিবে। দেখি আমি শ্যাওলা পড়া শেষ করে নিজের জীবন অপূর্ণ রয়ে যাওয়া সময়টুকু আজকালকার ভালো একক ভাবে যদি গড়ি মন্দ কি তাতে। আমি আছি তোমার জন্যে এক সুবিশাল জনসমুদ্র হাতছানি আশা হয়ে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করতে করতে আমি শুধুই কল্পনা ভেসে ঊষাকে আগমনী বার্তা পৌছে দিলাম উপহার। আমি আছি তোমার ইচ্ছার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা হয়ে। আজ কলম হাতে তুলে ধরা পড়ে থাকা সত্ত্বেও ব্যক্তিগত ভাবে নিজেকে নিজের কাছে কোন পথ চলার সাথী হয়ে। আমি আজ বিকালে মেঠো পথের মাঝে কেবল মাত্র এক ধূমকেতু।

  • কবিতা

    তোমায় ভালবেসেছি বলে

    তোমায় ভালবেসেছি বলে
    -পলি ঘোষ

     

     

    তোমায় ভালবেসেছি বলে ;
    তাই আমি আজ কলম ধরেছি ।

    তোমায় ভালবেসেছি বলে ;
    তাই আমি বিরহের জ্বালা ভুলেছি ।
    তোমায় ভালোবেসেছি বলে ;
    তাই আমি চোখের জল মুছেছি ।

    তোমায় ভালবেসেছি বলে ;
    তাই আমি প্রভাতের সূর্য ওঠা দেখেছি ।

    তোমায় ভালবেসেছি বলে ;
    তাই আমি গঙ্গার বুকে প্রদীপ জ্বেলে ভাসিয়েছি ।

    তোমায় ভালবেসেছি বলে ;
    তাই আমি নতুন করে বাঁচতে শিখেছি ।

    তোমায় ভালবেসেছি বলে ;
    তাই আমি নিত্য নতুন শব্দের
    আবিষ্কার করতে পেরেছি ।

    তোমায় ভালবেসেছি বলে ;
    তাই আমি খুশিতে আপন মনে পথ চলেছি ।

    তোমায় ভালবেসেছি বলে ;
    তাই আমি নিজের অজান্তে নতুন
    এক জগত সৃষ্টি করেছি ।

    তোমায় ভালবেসেছি বলে ;
    তাই আমি কবিতার ভুবনে
    নিজেকে মেলে ধরেছি ।

    তোমায় ভালবেসেছি বলে ;
    তাই আমি নিজেকে নতুন
    করে সৃষ্টি করে চলেছি ।

    তোমায় ভালোবেসেছি বলে ;
    তাই আমি অজানা কে
    জানতে নতুন করে শিখেছি ।

    তোমায় ভালবেসেছি বলে ;
    তাই আমি হৃদয়ের মাঝে
    সুখের এক নীড় বেঁধেছি ।

You cannot copy content of this page