বেদনার পথিক -বিকাশ কুমার মাইতি এ ভুবনে হায় ! সেই চরম ব্যাথা পায় অন্ধ প্রেমের প্রতিজ্ঞায়। আঁধারেও সাথী আছে আগুনেরও বাহার প্রেমেরও সাথী আছে কুলকুল ধ্বনি উষ্ণ যমুনার। বেদনায় সুখ খোঁজে চন্দ্র-তারা, আকাশ নীলিমায় বেদনাও হাসি থাকে গোপন সৌন্দর্যের মধুরতায়। অন্ধ প্রেমেরও পথিক আঁঁধার নয়ন তারায় উজ্জ্বল প্রেমচ্ছবি মনেরও অমরতায়।
চলন্ত যৌবন
চলন্ত যৌবন -বিকাশ কুমার মাইতি মাতৃভূমির কোলে যৌবন আসে নব নব সাজে, নব রূপ ক্ষণে ক্ষণে চারিদিক শোভিত নব নব আঙ্গিকে| যত দূর দৃষ্টিশক্তি মেলে দেখি,মুগ্ধ সৌরভ দিকে দিকে জীবন্ত ভাসে রবির কিরণে ঝলমলিয়ে খেলে| পশ্চাতে আমি অনন্ত পিছিয়ে পিছিয়ে ছুটি ধরেছি, মনে হয়! পৌঁছে দেখি লক্ষযোজন শূণ্যতা গড়ে- অসীম আকাশে লুকায় ছুটে| […]
মনে কী পড়ে ?
কে আসছে এবার
মোমের আলো
মোমের আলো -বিকাশ কুমার মাইতি আলো তুমি আর আমি ঘুম ঘুমন্ত দীপ শিখা কত প্রহর সুপ্ত চাওয়া পাওয়া তুমি প্রজ্জ্বল আমি দিশা হারা মোমবাতি ঘরে তন্দ্রালুতা, জেগে কয়েক জোনাকির আলো দূষণে মুছে গেল— তবু জেগে প্রহর গোণা আছো আলোর ঘুমে বোধ এখন জলাভূমির জল শয়নে তবু তুমি আলো জ্বাললে ধোঁয়াশায় আমি তোমার বুকে মৃত […]
রঙবাহারে মুখ
রঙবাহারে মুখ -বিকাশ কুমার মাইতি মানুষ নামে মুখ উজ্জ্বল কনক উজ্জ্বল নিখাত গুণে মনের হাব-ভাব মুখে ভাসে— মনের ভাষা মুখে মুখে মুকুট উজ্জ্বলে ভালো-মন্দে বদন ম্লান;অম্লান.. মুখে কারুকার্য হয় জন্মান্তে ফেশানে কারুকার্য সুন্দর কক্ষে ঐ মুখে মুখোশ আছে,এক পলক আড়াল হলে পষ্ট হয় অন্যের অসতর্ক,অসচেতন সভাবে জন্ম শ্রী মুছে আপন শ্রী ধরে ছাইপাস […]