বেদনা পথিক

বেদনার পথিক -বিকাশ কুমার মাইতি     এ ভুবনে হায় ! সেই চরম ব্যাথা পায় অন্ধ প্রেমের প্রতিজ্ঞায়। আঁধারেও সাথী আছে আগুনেরও বাহার প্রেমের‌ও সাথী আছে কুলকুল ধ্বনি উষ্ণ যমুনার। বেদনায় সুখ খোঁজে চন্দ্র-তারা, আকাশ নীলিমায় বেদনাও হাসি থাকে গোপন সৌন্দর্যের মধুরতায়। অন্ধ প্রেমের‌ও পথিক আঁঁধার নয়ন তারায় উজ্জ্বল প্রেমচ্ছবি মনের‌ও অমরতায়।

চলন্ত যৌবন

চলন্ত যৌবন -বিকাশ কুমার মাইতি     মাতৃভূমির কোলে যৌবন আসে নব নব সাজে, নব রূপ ক্ষণে ক্ষণে চারিদিক শোভিত নব নব আঙ্গিকে| যত দূর দৃষ্টিশক্তি মেলে দেখি,মুগ্ধ সৌরভ দিকে দিকে জীবন্ত ভাসে রবির কিরণে ঝলমলিয়ে খেলে| পশ্চাতে আমি অনন্ত পিছিয়ে পিছিয়ে ছুটি ধরেছি, মনে হয়! পৌঁছে দেখি লক্ষযোজন শূণ্যতা গড়ে- অসীম আকাশে লুকায় ছুটে| […]

মনে কী পড়ে ?

মনে কী পড়ে?  -বিকাশ কুমার মাইতি     কোন সেই গোধূলি বেলা তুমি বসে একলা মনে কী পড়ে সেই স্মৃতি রেখা? চকিত বালির ছটা, গোণা অপেক্ষায় অভিমান ধরা উত্তাল তরঙ্গে– সবই ভুলে যাওয়া।   সমুদ্রের কান্না লাল জলে পরিবার কোথায়! সমুদ্রে আকাশ মিলায় হাতে হাত ধরে চলা আলো- আঁধারের; শপথ সঙ্গম।   সম্পর্কের হাত আদিমতা […]

কে আসছে এবার

কে আসছে এবার -বিকাশ কুমার মাইতি  সব কথা যায় না বলা সব অনুভূতি পায় না ভাষা| বিকেল গড়িয়ে গোধূলি তুমি আমি বসে ভাবি সূর্য ডুবে ঐ সন্ধ্যা হল এই| সব কথা যায় না বোঝা অর্থ নয় চরিত্র দেখতে হয়| মন দিলে, পাওয়া যোগ্য হতে হয় শঠতায় ভালোবাসা বৃথা মনের নীচ কামনার প্রকাশ| প্রতিদিন অস্ত যায় […]

মোমের আলো

মোমের আলো -বিকাশ কুমার মাইতি   আলো তুমি আর আমি ঘুম ঘুমন্ত দীপ শিখা কত প্রহর সুপ্ত চাওয়া পাওয়া তুমি প্রজ্জ্বল আমি দিশা হারা মোমবাতি ঘরে তন্দ্রালুতা, জেগে কয়েক জোনাকির আলো দূষণে মুছে গেল— তবু জেগে প্রহর গোণা আছো আলোর ঘুমে বোধ এখন জলাভূমির জল শয়নে তবু তুমি আলো জ্বাললে ধোঁয়াশায় আমি তোমার বুকে মৃত […]

রঙবাহারে মুখ

রঙবাহারে মুখ -বিকাশ কুমার মাইতি   মানুষ নামে মুখ উজ্জ্বল কনক উজ্জ্বল নিখাত গুণে মনের হাব-ভাব মুখে ভাসে— মনের ভাষা মুখে মুখে মুকুট উজ্জ্বলে ভালো-মন্দে বদন ম্লান;অম্লান..   মুখে কারুকার্য হয় জন্মান্তে ফেশানে কারুকার্য সুন্দর কক্ষে ঐ মুখে মুখোশ আছে,এক পলক আড়াল হলে পষ্ট হয় অন্যের অসতর্ক,অসচেতন সভাবে জন্ম শ্রী মুছে আপন শ্রী ধরে ছাইপাস […]

আকাশ আজ আকাশ নেই

আকাশ আজ আকাশ নেই -বিকাশ কুমার মাইতি   আকাশ আজ আকাশ নেই আগের মত তারা আজ তাঁরা হয়ে পড়ছে ঘুমিয়ে কত প্রশ্ন জাগে মনে; পদ পদতলে তৃষ্ণার্ত মকর শিলে বরফ ঝরে ঝরে শেষ জলবিন্দু বাষ্পে উবে জন শূন্য প্রান্তর গড়ে দূর দূর ছত্র পতাকা হতে|   কত চান্দ আকাশে ছিল কে জানে? বিজ্ঞান বলে স্নিগ্ধ […]