• কবিতা

    অনুচ্চারিত বর্ণমালা

    অনুচ্চারিত বর্ণমালা
    -বিকাশ দাশ

    আমার কথার ভেতর যে নদী পথ হারায়
    তার জন্য রেখে যাবো আলো জ্যোৎস্নার ঝিলে ।
    ছায়ার পাশে বেড়ে ওঠে অভিমান
    তবুও বাড়ি ফেরৎ মানুষের পায়ে পায়ে
    উঠে আসে নদী
    গরুহীন গৃহস্থেও নেমে আসে গোধূলি ।
    জলের ভেতর সূর্যকণা মৎস্যগন্ধা রূপে
    খেলা করে একান্ত গোপন ।

    তারপর সূর্যমুখে ছায়া নামে
    ঝিঙে মাচায় বৃষ্টি মাখে রক্তবাহ নদী
    গর্ভের ভেতর নেচে ওঠে শস্য ক্ষেতের অহংকার ।
    অভিমান ফেলে যায়
    অনুচ্চারিত বর্ণমালা লাঙ্গলের ফলায়

  • কবিতা

    হাঁড়িতে ফুটছে ক্ষোভের কবিতা

    হাঁড়িতে ফুটছে ক্ষোভের কবিতা

    -বিকাশ দাশ

    হাঁড়িতে রোজ অভাব সিদ্ধ হয়
    উষ্ণ জলে ফুটতে থাকে ক্ষোভ
    উথলে ওঠে ক্ষোভের মাড় দু-বেলা
    ফুটন্ত ক্ষোভের ভেতর
    জন্ম নেয় এক একটি কবিতা ।

    টিউশান শেষে বাড়ি ফেরে
    ক্লান্ত জীবন ;
    দুঃস্বপ্নেরা ভীড় করে আসে
    অভাবের জানলায়
    উনুন ধরাই
    রক্ত ; মাংস পোড়ে
    ক্ষোভের ভাত ফুটতে থাকে
    অনন্ত ক্ষোভের চালে সিদ্ধ হয়
    এক একটি কবিতা ।

    ঘুম আসে
    থমকে থমকে রাত শেষ হয়
    সূর্যশোক ঝরে শরীরে ;পাতার

    উনুনে জীবন পোড়ে দু-বেলা

    ক্লান্ত স্বপ্নের ভেতর থেকে

    লাফিয়ে পড়ে দু-একটা সাদা ভাত
    জন্ম নেয়
    এক-একটি হাহাকার ।

<p>You cannot copy content of this page</p>