• কবিতা

    ঈর্ষান্বিত

    ঈর্ষান্বিত
    -সানজিদা শোভা

     

     

    রোজ ঠিক ভোরে নিয়ম করে আমার প্রিয় বার্তাটা মুঠো ফোনে পাঠিয়ে দিবি ক্ষন…
    ওটাই যে আমার সারাদিনের অক্সিজেন।
    রোজ সকাল গড়িয়ে দুপুর নামবে যখন
    আমার চোখে আর চোখে দৃষ্টি রাখবি ক্ষন…
    ওটাই যে আমার তোমাতে বিভোর হবার ক্ষন।
    রোজ দ্বিপ্রহরে আমার ফোনে নিয়ম করে ঘন্টা বাজাবি
    নয়তো তোর সঙ্গে আমার চলবে মন কষাকষি।
    রোজ বিকেলের হাওয়া তোকে এক ঝলক নিয়ম করে দেখতে দিবি আমায়…
    নয়তো বিষন্নতায় ডুববে আমার হৃদয়…
    বেলা শেষে রোজ সন্ধ্যা হবে যখন..
    লোকের ভীড়ে কর্ম ব্যস্ত হবি তুই তখন..
    আমি তখন একলা ঘরে তোকে নিয়ে নীল কাব্য করবো চয়ন…
    রোজ রাত্রিরে তোর নীড়ে ফিরবি যখন…
    তোর কন্ঠ স্বরে..
    আমার সারাদিনের অপেক্ষার দহন কিছুটা নিভবে তখন
    তবে বুকে ভেতরটা ঈর্ষান্বিত হবে এই ভেবে…
    কেনো আমার প্রতিটা রাত্র হলোনা তোর বুকেতে শয়ন।

  • কবিতা

    প্রিয় কবিতারা

    প্রিয় কবিতারা
    -সানজিদা শোভা

     

     

    প্রিয় কবিতারা ভীড় করে…
    মস্তিস্কের আনাচে কানাচে।

    ফোটায় নীলকমল যন্ত্রনার অভিলাষে,,,
    নির্মলতা ছোঁয়ায় ভালোলাগার…
    কামনার বাসনা জাগায়,,,
    কখনো বা উম্মাদনায় মাতায় মাতাল নৃত্যে।
    কখনো বা অযাচিত ভাবে ফুটে ওঠে ভালোবাসা গুলো..
    কখনো বা রাগ-ক্ষোভ – অভিমান
    লুকিয়ে থাকা সুর,,,,
    ভালোবাসার গান।

    প্রিয় কবিতা,,,
    কখনো তুমি বর্ষার মূখরিত প্রাণ ,,,
    কখনো বা চৈত্রের তৃষ্ণার দাহ প্রাণ।

    বেঁচে থেকো প্রিয় কবিতারা
    মাঝে মাঝে দেখা দিয়ো,
    অভিমানের ছলে,,,, ভালোবাসার শত হাজার রাঙা রঙ এ

    ভালো থেকো প্রিয় কবিতারা…
    আমার অন্তিম যাত্রারও পরে।

  • কবিতা

    শতডানার প্রজাপতি

    শতডানার প্রজাপতি
    -সানজিদা শোভা

     

    শতডানার প্রজাপতি এঁকে দেবো
    তোমার এলো চুলে….
    মুগ্ধতার কাজলে অংকিত করবো তোমার ডাগর নয়ন
    বৃষ্টি স্লাত কোন এক ভর দুপুরবেলা
    কদমের গুচ্ছে তোমার পথো ভরিয়ে তুলবো
    ভালোবাসার আঁকি -বুকি অম্লান আল্পনায়…
    আমি বিমুগ্ধ প্রিয়া
    বিদিশার অন্ধকারের মত কালো চুলে
    জোনাকি পোকার আলো গুজে দেবো  কোন এক আধারের রাতে…
    তুমি দেখে নিও প্রিয়া
    তোমার গোলাপ ভেজা ঠোটে উষ্ণ আদলে
    ভেজা পদ্মের শুভ্রতাকেও হার মানায়…
    আমার অপলক দৃষ্টি আর দুষ্ট মস্তিষ্কের কামনায় তোমায়
    প্রার্থনা করে….
    প্রার্থনা করে শতহাজার বর্ষার রাত
    তোমার হাতের পরে হাত রেখে
    খোলা আঙ্গিনায় ভিজে চলবার…
    দেখে নিয়ো প্রিয়া কোন একদিন তোমার এলো চুলে গুজে দেবো শতডানার রঙ্গিন প্রজাপতি।

<p>You cannot copy content of this page</p>