বৃষ্টি তুমি

বৃষ্টি তুমি -সাহানুর হক যখন আমি একা বসে মনখারাপের দেশে বৃষ্টি তুমি ঝরবে ধরায় আমায় ভালবেসে । বৃষ্টি তোমার আগমনে মনের শান্তি নীড়ে স্বপ্ন কুড়োয় ক্লান্ত হৃদয় কষ্টগুলোর ভীড়ে । আকাশ পানে মেঘের ভেলা করতে এসে ভ্রমণ বৃষ্টি হয়ে না ঝরিয়ে করো না যেন গমন । বৃষ্টি তুমি নামলে পরে ঘরে থাকে না মন দৌড়ে […]

লিথির তীরে

লিথির তীরে -সাহানুর হক মোর মনেতে সুপ্ত থাকা অচল ফাগুন সব, প্রতিক্ষনে বারে বারেই অসহ্য কলরব । ভাল লাগেনা এই জগতের ব্যস্ত ক্লান্ত ভীরে তাই তো মোর আজ ইচ্ছে ছোটে লিথি নদীর তীরে । মাঝির দ্বারা নৌকা চরে নদীর ওপার গিয়ে নতুন করে বাঁচতাম ওরে এ জগত ভুলে দিয়ে । হয়ত সেথায় জীবনযাত্রা ভিন্ন রকম […]