মোহন প্রেম-সুচিত্রা চক্রবর্তী অনেক হয়েছেএবার এসো তো মনচোরাদু’জনে একখানে বসি,বেদনার ভাঁজ খুলি, কোথায় কতটা পুড়েছে দেখি।খুলে রাখ দুঃখ বেদনা, গোপন অসুখআমি ভালোবেসে মুছে দেবো দাগ,এসো, বুকের ক্ষতগুলো একে একে ভরে নেই দু’জনে,পৃথিবীর যাবতীয় যত কাছ বাকি থাক আজআমি ছুটে এসেছি শুধু তোমার কাছে,তোমার হবো বলে তোমাকে নতুন করে পাবো বলে।ফাগুন চলে গেছে তো কি […]
ঝরা পাতা
ঝরা পাতা -সুচিত্রা চক্রবর্তী যদি চলে যাই দূরে বহুদূরে না ফেরার দেশকে ভালোবেসে ফিরে আসি অথবা না আসি তবু জেনে রাখো ভালোবাসি। আপন হতে যারে করেছো পর, অবহেলায় যারে দিয়েছো ভাসিয়ে বসন্তের দিনগুলো যদি কাঁদায় কখনো, ঘুম ভেঙ্গে যদি দেখো আমি পাশে নেই অথবা খালি পরে আছে আমার সাধের কবিতা বাড়ি, বাগিচায় থরে থরে ফুটে […]
শিরোনামহীন
শিরোনামহীন -সুচিত্রা চক্রবর্তী অথচ আয়না ভেঙ্গে চুরচুর তবুও স্পষ্ট দেখা যায় তাতে তোর সোনামুখ! আঘাতে ক্ষত-বিক্ষত এ’বুক খন্ডিত দেহের প্রতিটি অংশ আর, উষ্ণ রক্তের প্রতিটি ফোঁটা বলছে তোর কথা! দরজা জানালা বন্ধ গুমোট আঁধারে আমার বাস স্বপ্ন দেখার দু’চোখ শুধু জেগে, জড়তা ভর করেছে শরীরে! নিষ্ঠুর পাষানে বেঁধেছি বুক, যন্ত্রণার মুখে কাপড় গুঁজেছি শুনবেনা কেউ […]
স্বীকৃতিপত্র
স্বীকৃতিপত্র -সুচিত্রা চক্রবর্তী হাতের তালুতে ভাগ্য রেখায় ভাঁজ পরা কপালে, রিনিঝিনি চুড়িতে, রুনঝুন নূপুরে কোথাও নেই, তুমি শুধু নিঃশব্দে বুকের খাঁচায়, শিরায় উপশিরায়, গোপন ইচ্ছায় অকারণে ভেসে যাওয়ায়, অবাধ্য খোলাচুলে অগোছালো বর্ণমালায় , ডাক নামে কবিতার খাতায় লাল শাড়িতে ফুলের গহনাতে, আঙুলের ডগায় টুপটাপ ঝরে পড়া নোনা ভালোবাসায় ; স্মৃতির দেওয়ালে,কন্ঠের ভিটায়, মন […]
লেনদেন
লেনদেন -সুচিত্রা চক্রবর্তী প্রথম যখন নিরুদ্দেশ হলে, তখন একটা ভাঙ্গা আয়না দিয়েছিলে, তোলপাড় করা একটা সমুদ্র দিয়েছিলে, একটুকরো কয়লা দিয়েছিলে সেগুলো তবুও ভালো ছিলো। কয়লাটা জ্বালাতো, সমুদ্র ভাসাতো ডুবাতো না কিন্তু,আয়নাটা তোমার কথা বলতো। এবার তুমি একটা ঘূর্ণিঝড় দিলে, একটা ভাঙ্গা চিরুনি দিলে, কবিতার সংসার ধূলোয় গড়াগড়ি, এবারের ঘূর্ণিটা আমাকে বিভ্রান্ত করে, দাঁতভাঙ্গা […]
মনের জানালা
মনের জানালা -সুচিত্রা চক্রবর্তী জানো স্মৃতির জানালা খুলে গেছে বসন্তের পঞ্চমীতেই, আগুনজ্বলা ফাগুন যখন হাতছানি দিয়ে ডাকে, তুমি ঢুকে যাও গোপনে মনের ঘরে, নিশ্বাসে সতেজ হয়ে ওঠে কামিনী, সুবাস ছড়িয়ে পড়ে বুকের আনাচে -কানাচে তোমার নিবিড় ছোঁয়া টের পাই। তোমার জ্বালিয়ে দেওয়া মশাল, আর তোমার পড়ানো শব্দ নূপুর আজো রিনিঝিনি বাজে, তুমি কান পাতলেই […]