কবিতা

খেলাঘর

খেলাঘর
-তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

প্রথমবেলায় প্রথম প্রেমের সেই সে খেলাঘরে।
স্বপ্নগুলো সেজেছিলো খুশীর হাওয়ায় ভরে।

টুপ টুপ টুপ বৃষ্টিধারায়, ভিজত মনের উঠোন।
ঝর ঝর ঝর ঝর্ণা হত -শুনতো না ‘মন’ বারণ।

চোখে চোখে কোন ইশারায় বুকের ধুকপুকানি।
একটু চাওয়ার অনেক পাওয়ায় ভরতো হৃদয়খানি।

রামধনুর ওই সাতটি রঙে রাঙিয়ে দিতে তুমি।
প্রজাপতির রঙীন পাখায় উড়ে যেতাম আমি।

স্ফটিক চোখের আলতো ছোঁয়ায় ছুঁতে আমার মন।
দিবানিশি স্বপ্নে তুমি আসতে সারাক্ষণ।

কবে যেন গেলে চলে এমন বাদলদিনে।
এখনো কি ভাবো আমায় একা, আনমনে??

Loading

One Comment

Leave a Reply to অমল দাসCancel reply

<p>You cannot copy content of this page</p>