কবিতা

ছোট্টো দাবী

ছোট্টো দাবী
-সীমা চক্রবর্তী

 

অনেক কোলাহল আর স্বীকারোক্তির শেষে
এবার আমায় একটু নীরব থাকতে দাও
কল্পনার গোপন রঙে রাঙিয়ে তুলি
মনের পর্দায় কারও ছবি আঁকতে দাও।
বহু কালের পুরাণ পাখি জাগাতে চেয়ে
ঘর-ছাড়া বয়ে-বয়ে সারাজীবন ক্লান্ত আমি
অশান্ত ভাবনার অজানা তরঙ্গ আর
তপ্ত ঝড়ের প্রহর আমার অনুগামী।
এবার শুধু শেষের অশ্রু টুকু আমার
আঁখির কোণে সংগোপনে ধরতে চাই
স্বপ্নের নীল রঙ আর স্মৃতির ধূসরতাকে
শান্ত সবুজ নিবিড়তায় ভরতে চাই।
কবে কার অনুরাগে নদী হওয়া মন
অথৈ নোনা-জলে জমিয়েছে পাড়ি
বিফল আয়োজন,শিথিল রক্তাক্ত চরণ
আধারমাণিক হোক আলোর দিশারী।
না-বলা সে কথা সুপ্ত ব্যথার গভীরে
তাকে ডাকতে দাও নীরব আহ্বানে
রামধনু ধোয়া জলের রঙে কিছু ছবি
অঙ্কিত করতে চাই শেষ অঙ্কনে।

ভোরের শিশিরে,হিমেল কুয়াশায় ভিজতে দাও
আর কথা নয় এটুকু দাবী আজ পূর্ণ হতে দাও।

Loading

One Comment

Leave a Reply to অমল দাসCancel reply

<p>You cannot copy content of this page</p>