কবিতা

হরিজন

হরিজন
-কৃষ্ণ বর্মন

 

 

ওরা হরিজন
ওরা কোনোদিন হয়ে উঠতে পারেনি কারো প্রিয়জন।
প্রয়োজনে ওরা অন্দরমহলে প্রবেশ করতে পারে
অপ্রয়োজনে বাড়ীর ত্রিসীমানাতেও নয়।
ওরা যে পথে যায়
সে পথ মাড়ায় না সভ্যজন
ওরা হরিজন
কোনোদিন হয়ে উঠতে পারেনি কারো প্রিয়জন।

ওরা তো হরির জন
তবুও হরির কৃপা থেকে বঞ্চিত ওরা।
হরির প্রেম প্রীতি ভালবাসা পৌছায় না ওদের কাছে।
হরিনামে উদ্ধার হয়ে যায় কত পাপী তাপী
অথচ ওদের অচ্ছ্যুৎ দশা ঘোচে না।
নামের গুনে খোঁড়ায় নাচে
কথা বলে বোবা
ওদের কথা কেউ বলে না।

ওরা পতিত
তবে পতিত পাবন ওদের আপন নয়।
সমাজের পুঁতিগন্ধে ভরে ওঠে ওদের জীবন
তবুও জীবনের সুবাস ছড়ায় ওরা।
মেথরের পরিচয় বহন করতে করতে
ওরা মথ হয়ে যায়
অথচ অলিতে গলিতে ছেড়ে দেয়
রঙীন ভালবাসার প্রজাপতি।
তবুও ওরা হরিজন
আজো হয়ে ওঠেনি কারো প্রিয়জন।

Loading

4 Comments

Leave a Reply to Rajasri ChakrabortyCancel reply

You cannot copy content of this page