কবিতা

এসো হে এ প্রাণে

এসো হে এ প্রাণে
-রাজীব লোচন বালা

 

এসো তুমি বসো হৃদয় মাঝে শান্ত করো এ ভুবনেরে
তুমি আছো মন-মাঝে তবুও মানুষ বুঝতে নারে ।
জাত-পাত ভেদাভেদে মানব জীবন আজ সন্ত্রাসে
ভালোবাসার সাগরে ডুবে শীতল করো মানুষে।

আজ প্রেম-ভালোবাসা আছে নাই শুধু আত্মোৎসর্গ
হৃদয় ব্যাকুলতা হীন মন আশাবাদী, দেখি না যে কোন স্পর্শ।
হৃদয় আছে, স্পৃহা আছে, আছে দু’চোখ নাই শুধু আত্ম নিবেদন
মনের ঘরে শমা বসে ঢেউ তোলে না সংগঠিত জন-আস্ফালন।

ভালোবাসা আজ এ খেলাঘরে কাম-কামনার প্রচারে
তোমার মাঝে আমার প্রকাশ এখন শুধুই ভাষণ মাঝারে ।
চলছে নদী গড়ছে বাড়ি মানুষ এখন অন্যগ্রহের যন্ত্র গাড়ি
আত্মবিস্মৃতি আর পরানুকরণে সবই এখন ভ্রষ্ট-মিথ্যাচারী।

ধর্ম-জাতে ভরে গেলে ভালোবাসাকে কালোজ্বরে ধরে
পোশাকি নয় যে ভালোবাসা আত্মশুদ্ধিতে এইতো মানুষ গড়ে।
পরমাণু ভাই ফাঁটার আগে রেষারেষি-কোন্দলতায় আর না ডুবে
ভালোবাসায় জগৎ ভরিয়ে যাই এবার মাটির কোলে , আবার কিন্তু আসতে হবে।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>