কবিতা

কবিতা- দুই বন্ধু

দুই বন্ধু
– দেসা মিশ্র

 

 

আজ আবার সূর্য ডুবে যাওয়ার পালা।
শহর বুক সাজবে আলোয় আলোয়।
যে গাছটি সব হারিয়েছে- ফুল ফল ও পাতা,
সে গাছটি কাঁদছে শুধু একা।
তার পাশেই সোনালী নামের নদী বাইশটি বছর ধরে বইছে একই ভাবে।

বন্ধু তারা সুখ ও দুঃখের।
মনের কথা বলে দু’জন দু’জনকে।

আকাশ পানে গাছটি চেয়ে থাকে।
অবাক হয়ে দেখে শহর টিকে,
সকল মানুষ কতই না সুখী- বলে তা নদীর কানে কানে। 

নদী আপন মনে হাসে,
বলে- বন্ধু কষ্ট সবার মাঝে আছে।
রাতের চাদর কান্না দিয়ে ভেজা।
আলোর তলে রাত কি চাপা পড়ে?
তবে চাঁদের আলো মিথ্যা হয়ে যেত।

ওই যে দেখেছ চিতার মাঝে,
জ্বলছে মানুষ দেহ- কাল তো সে ভিড়ের মাঝেই ছিল,
আজ তার সঙ্গে নেই কেহ।

বৃক্ষ আপন শোক গেলো ভুলে,
কত কষ্টের গল্প শোনে সে – এ ভাবেই কেটে যায় দিন।

দুঃখে কষ্ট বইতে বইতে যখন – নদীর বক্ষ কালো হয়ে এলো,

বৃক্ষকে সে ডাক দিলো –
বন্ধু- ভালো লাগছে না কিছু,
জানো আমার এই বয়েই যাওয়া মিছু।

বৃক্ষ তখন বুঝিয়ে তাকে বলে- শক্তি সবাই তোমার কাছে পায়।
নিত্য শেখে এগিয়ে যাওয়া জীবন, -এখন যদি তুমি ভেঙে পরও –
সাধ্য আছে এগিয়ে যাওয়া কারো?

মাঝির জীবন জলের স্রোতে ভাসে,
নিত্য সবার আসা যাওয়ার পালা,
তুমি যদি এমন হেরে যাও – ভুল হয়ে যায় অনেক সুখের খেলা।

নদীর বুকে শক্তি প্রবল আসে, শুনে তার সুহৃদ বন্ধুর কথা।

পেরিয়ে যায় বহু বছর মাস–
বৃক্ষ ভোরে ফুটেছে ফুল,
সেজেছে ফল আর পাতা।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>