কবিতা

কবিতা- সাদা ছবি

সাদা ছবি
– তড়িৎ সেন

 

 

তোমার ক্যানভাসে যে ছবি এঁকেছো
তা বড্ড সাদা ও ফ্যাকাশে
এ যেন প্রাণহীণ ছন্দহীন কোন নারী
রক্ত নেই, চোখ দুটো ম্লান বিষণ্ণ লাগে
কপালে সিঁদুর নেই সিঁথিও যেন সাদা ,

না না তুমি গাল দুটো লাল কর
ঠোঁট কর পান রসে লাল
না থাক লিপস্টিক, মাথায় তেল থাক
রুক্ষ শুষ্ক নয় হোক পয়োধরা
আঁকো মাতা বিশ্ব ধরিত্রীর,

না হয় আমার মাকে আঁকো
না হয় দিদিকে টুসটুসে মুখে
শত সংসার ঝড়ে যারা কম্পিত নয়
জল ব্যাধি জ্বরাতেও বড় সুধাময়
মায়ায় ধরে থাকে তার সন্তান
আমিতো সেই ছবি চাই,

ফের নাও ক্যানভাস
রঙ তুলি ধর ফের, আঁকতে লেগে যাও।

Loading

2 Comments

  • Anonymous

    আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে ও আলাপিমনের সবাইকে

Leave a Reply to রীণা চ্যাটার্জীCancel reply

<p>You cannot copy content of this page</p>