অণু কবিতা

অণু কবিতা- আমার চোখে জীবন

আমার চোখে জীবন
 -মিনাক্ষী পতি

জীবন হলো বেঁচে থাকার বিশ্বাস,
জীবন হলো ভালোবাসার আশ্বাস।
জীবন হলো দুঃখকে হারিয়ে সুখ খোঁজার
প্রয়াস।,
জীবন হলো অন্ধকার থেকে আলোর প্রকাশ।
জীবন হলো প্রতিমুহূর্তের সংঘর্ষ,
জীবন হলো আপন জনের স্নেহের স্পর্শ।
জীবন হলো অমূল্য আশিস ভগবানের,
জীবন হলো আকাঙ্খা অন্তিম নিশ্বাস‌ অব্ধি
সবার হৃদয়ে থাকার।

42 total views , 1 views today

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>