কবিতা

কবিতা- ছেলেবেলা

ছেলেবেলা
-সুদীপা ধর

 

 

 ছেলেবেলাটা আজ অতীত ইতিহাসের অন্তরালে
কিন্তু চাইলেই  ভবিষ্যতের মনি কোঠায় তাদের ছুঁতে পারি না।
কিন্তু সেইসব দিনগুলো এখনো অনুভূতিতে তরতাজা বর্তমান।
ছেলেবেলাটা ছিল অনেকটা সৃষ্টি সুখের উল্লাসের মতো
ছেলেবেলাটা ছিল ভাইবোনেদের  সমাগম,
ছেলেবেলাটা  ছিল বোনেদের সাথে রান্নাবাটি খেলার আয়োজন,
ছেলেবেলাটা ছিল কুমিরডাঙা, চোর চোর ধরা,
ছেলেবেলাটা ছিল রবিবার সন্ধ্যায় মোমবাতির আলোয় ঠাকুমার কাছে বসে ভূতের গল্প শোনা,
ছেলেবেলাটা ছিল মাকে লুকিয়ে শালপাতায় মোরা তেঁতুলের আচার নিয়ে ছুট্টে ছাদে যাওয়া,
ছেলেবেলাটা ছিল বিশ্বকর্মা পূজায় মাঞ্জা দেবার  সরঞ্জামের আয়োজন
দৌড়ে গিয়ে পায়রার বাসা থেকে নিয়ে আসা হতো ছোট্ট ছোট্ট ডিম,
ছেলেবেলাটা ছিল পুতুলের বিয়ে দেওয়া,  বিশাল খাবারের আয়োজন,
পড়ালেখার মাঝে হৈ হল্লা হট্টগোল,
ছেলেবেলাটা ছিল রঙিন স্বপ্নে-মেশা দিন
সেই স্বপ্নে ছিল শুধুই আনন্দ, শুধুই উল্লাস
এই ভালোবাসাটার রেশ এখনো যে থেকে গেছে পরতে পরতে,
কিন্তু আজকের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেবেলাটা পায় না এসব স্বাদ,
তাদের নেই যেকোনো উল্লাস, নেই কোন রোমাঞ্চ,
বইয়ের পাতায় মুখ গুঁজে হচ্ছে তারা বড়,
এই ছেলেবেলাটা  বড়ই একা একাই খেলে নিজের খেলা,
এই ছেলেবেলাটা খুবই যেন কৃত্রিম,
চার দেওয়ালের মধ্যে মোবাইলের গেমে বন্দি।

Loading

2 Comments

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>