কবিতা

কবিতা- ওয়েব থ্রি

ওয়েব থ্রি
-সঞ্জিত মণ্ডল

 

 

চারিদিকে শুধু ছাঁটাই চলছে লোক দরকার নেই
কৃত্রিম বুদ্ধিমত্তার জয় চলছে এ দুনিয়াতেই।
দরকার নেই শ্রমিক কৃষক মেশিনেই সব হবে,
মুনাফা লোটাই একটা লক্ষ্য মানুষ নিপাত যাবে।
অনেক বেশী লাভ চাই সেটা যেমন করেই হোক
না খেয়ে মানুষ মরুক তবুও মুনাফাটা চোখা হোক।
সাবেক কালের সাম্যবাদটা চুলোয় যায় তো যাক
দরদী নেতার দরকার নেই ধনতন্ত্রের হাঁক।

সাড়া জাগিয়েই টুইটার আর ফেসবুক এসেছিলো
অতিমারির সেই করোনা কালেও ভাঁড়ার উপচে গেলো।
কদিনেই ধনকুবের হয়ে যে দুনিয়াকে কাঁপালো
বিশ্ব মন্দার দোহাই দিয়ে সে কর্মী ছাঁটাইয়ে গেলো!
সাবেক মুদ্রা অচল হবেই ক্রিপ্টো কারেন্সিতে ,
বাজার দরও বাড়ছেই রোজ বেলাগাম মুদ্রাস্ফীতিতে।
কেউ নিয়ন্ত্রণ করে না ক্রিপ্টো সে অবাধ সে স্বাধীন
হ্যাকার রাও তল পায় নাকো মজবুত চাপ হীন।

নয়া দুনিয়ার আত্মপ্রকাশ অভিশাপ নাকি সে আশীর্বাদ
রাষ্ট্র বিহীন ওয়েব থ্রি তে হবে কি মহোৎসব।
আগামী দিনে কি মুক্তি ঘটবে শাসন শোষণ থেকে
নয়া দুনিয়ার প্রকাশ ঘটবে নতুন ওয়েব থ্রি তে।।
সারা দুনিয়াতে একই মুদ্রা বাধা বন্ধন হীন
সারা দুনিয়াই এক হয়ে যাবে শাসকরা পরাধীন।
জানিনা এমন দিন কি আসবে সবাই সমান ফের
বন্ধন হীন মুক্ত সমাজ স্বপ্ন দেখেছি ঢের।।

Loading

One Comment

  • Anonymous

    অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই প্রিয় আলাপী মন, প্রতিবারই তুমি মন ছুঁয়ে যাও।

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page