কবিতা- তোল রে! আওয়াজ তোল!

তোল রে! আওয়াজ তোল! – শুভঙ্কর অধিকারী যে মেয়েটা ফিরল না আর ফিরল ঘরে লাশ! আর কতকাল দেখব এমন সইব রে সন্ত্রাস!! হায়নার ঐ লোলুপ দৃষ্টি আর কতকাল সইবি! রাঙা চোখটা দমিয়ে দিতে আওয়াজ কবে তুলবি?? আর কতদিন মুখ ফিরিয়ে রুমাল দিবি নাকে! নিজের গায়ে পড়লে আঁচড় ডাকবি তখন কাকে?? ভয়ে ভয়ে আর কতদিন গুটিয়ে […]

কবিতা- আশায় মরে চাষা

আশায় মরে চাষা-শুভঙ্কর অধিকারী   বঞ্জর জমিতে কৃষক টেনেছে লাঙ্গলএকমেঘ বৃষ্টির আশায় বেঁধেছে বুক,ক্লান্ত শরীর ঢলছে প্রখর রৌদ্রতাপেনগ্ন তরু ছায়ে খুঁজছে মিয়ানো সুখ! পলাশ, শিমুল জ্বলছে চৈত্র দাবদাহেঅনশনও থিতিয়ে এল ধীরে ধীরে,কালো সড়কেই থমকে স্বপ্ন আগামীরবাঁচার আশা আশ্বাসের বাতাস ঘিরে! শিক্ষার ঝুলি আজ ভিক্ষার ঝুলি হয়েজীবিকার সন্ধান ক্ষমতার দ্বারে দ্বারে,মেধাবী কি পাবে চাতক ঠোঁটে জলছাব্বিশের […]

শখের কবি

শখের কবি-শুভঙ্কর অধিকারী   স্কুল ম্যাগাজিনে কবিতাটিপাইনি সেদিন ঠাঁই;কবি হবার শখটা পূরণআমার কপালে নাই! ভাবিনি আর আকাশ কুসুমকলম রেখেছি তুলে;ও পথে আর পা বাড়ানোরইচ্ছে রাখিনি ভুলে! তখন শুধুই খেলার মাঠ আরতখন শুধুই পড়া;কদিন পরেই মাধ্যমিক তাইদাদার শাসন কড়া! ভাবিনি আর কলম খানিআবার তুলতে হবে;মনের গহীন কোণেতে কেউদাগটা কেটে যাবে। বৈশাখের সেই বিকেল বেলাতোমার এলোকেশ;আমার তখন […]

সেই শৈশব

“সেই শৈশব”-শুভঙ্কর অধিকারী   চল না সবাই আবার মিশিশৈশবের ঐ দলে,মায়ের হাতের আদর পেতেআবার মায়ের কোলে। বাবা কাকার সেই বকুনিকানমলা আর গাট্টা!সে স্মৃতি আজ বন্ধ খাতায়সেই হাসি সেই ঠাট্টা! সেই হইচই আর চেঁচামেচিহরেক রকম খেলা,হাত বাড়িয়ে ডাক দিয়ে যায়আমার ছেলেবেলা! ইচ্ছে করে বায়না ধরেহাত পা ছুঁড়ে কাঁদি!দুপুর বেলায় খেলতে যাবারগল্প নতুন ফাঁদি! হঠাৎ হঠাৎ মান […]

বিচার

বিচার-শুভঙ্কর অধিকারী     ভোটের দামামা বাজলো বুঝিনেমে পরো সব মাঠেমুখোশ সেঁটে কাদা ছোড়াছুড়িশুরু হোক ঘাটে ঘাটে!   চোর নিয়ে সব মাতামাতি করেকরেন না টাকার খোঁজভোট টা দিয়ে ভোটের দিনেখেয়ে যান ভুরি ভোজ!   কখনো সারদা কখনো নারদাদেশ হলো তোলপাড়রং পাল্টে গিরগিটি গুলোপেয়ে গেল সব ছাড়!!   জমানো সঞ্চয় ভাগা ভাগি করেসকলে নিল যে লুটিরাঘব […]

দেশপ্রেম

দেশপ্রেম–শুভঙ্কর অধিকারী     কালো মেঘের আকাশেবছরের ক’দিন উড়ছে সাধের তিরঙ্গাটা!তবু সবুজ, গেরুয়ার লড়াই অব্যাহত, ঐ যেমন চলে,কেবল আমজনতা হচ্ছে পেষায়, দিবারাত্র অশোকচক্র তলে!   এখন দেশের সকল নেতাজিরাসেবার নামে কেবল রক্ত চোষার পেশা,স্বজন পোষন খালি, হিতাহিত সব দিয়ে জলাঞ্জলিচোখে মুখে ফুটছে কেবল, দেশটা ঝাঁঝরা করার নেশা!   কারখানার সাইরেন হোল স্তব্ধ!বছর ত্রিশেক ধরে একে […]

উত্তরসূরী

উত্তরসূরী -শুভঙ্কর অধিকারী তোর ভূমিষ্ঠ হওয়ার পর, চেয়েছি কেবল তোরই উত্তরণ!তোর জন্য রেখে যেতে চেয়ে ছিলাম, এক সমুদ্র সুখের ঢেউ!দেখতে চেয়েছি তোকে নক্ষত্রদের মাঝে জ্বলজ্বল করতে।চাইনি কোনও দিন তুইও আমার মতন দাউ দাউ অগ্নিকুন্ড হোস!বনস্পতির মত চেয়েছি আগলে রাখতে, ঝড় -ঝাপটা থেকে!তোর সকল সাধ আহ্লাদ পূরণের আপ্রাণ চেষ্টা ছিল অবিরত!সাধ্যের বাইরে ও রেখেছি পা, মধ্যবিত্তের […]

মেয়েটি বায়না করে ছিল

মেয়েটি বায়না করে ছিল-শুভঙ্কর অধিকারী     সদ্য যৌবনপ্রাপ্ত মেয়েটিএখনও বাল্য সুলভ ভাবটি কাটেনি তার।জল ফড়িং এর মত মাঝে মাঝে আনন্দে মেতে ওঠেতার সঙ্গে গোটা বাড়ি যেন সে একাই মাতিয়ে রাখেপৌষের শেষে যেদিন ওই নদীর চড়ে মেলা বসেছিলসেই দিন মেয়েটি বায়না করে ছিল মেলায় যাবে!দোলায় চড়বে, পাঁপড়, জিলিপি খাবে!! শীতের কুয়াশা ঠেলে নিষ্প্রভ সূর্য সেদিনএক […]

রাজযোটক

রাজযোটক-শুভঙ্কর অধিকারী     উটকো ছোড়া ভ্যাবলাকন্তদেখতে যাচ্ছে মেয়ে।পাড়ার লোকে অবাক হয়ে,দেখতে থাকে চেয়ে!   সঙ্গে যাচ্ছে বাবা, কাকা,বাবুয়ানার সাজে।ভ্যাবলার আজ ভীষণ তারা,দেখাশোনার কাজে!   মখমল ধুতি কোঁচা মেরেগায়েতে রঙিন কুর্তি!ভ্যাবলার তাই মুখে হাসি,মনেতে ভীষণ ফুর্তি!   শাম্পু দেয়া চুলের বাহারউত্তম কুমার ছাটেনধর শরীর দুলকি দোলেজোরসে যদি হাঁটে!   ভ্যাবলাকান্ত একটু শান্ত,ক্যাবলা সে নয় মোটে।হাসতে […]

যৌবনের হাতছানি

যৌবনের হাতছানি -শুভঙ্কর অধিকারী     না, আর পারি না আগের মত দৌড় ঝাঁপির জীবন, চলন্ত ট্রেনে, বাসে ওঠা নামা হয়না আগের মতন! পেশির জোর নেইকো যে আজ রক্তও গেছে জমে, সময়ের সাথে তাল মিলিয়ে বার্ধক্য এসেছে নেমে! মাসে দুবার সেলুন যাওয়া রাখতে চুলের বাহার! রকমারি পারফিউমে মম্ তখন সারা শরীর আমার! সে সব যেন […]