আবার দেখা হবে এ পথে-অমরেশ কুমার জানি আবার দেখা হবে এ পথেহয়তো বা সন্ধেতে, হয়তো বা রাতে..হয়তো বা তুমি যাবে অন্য কারো সাথেচোখে দেখা…আর, না পাওয়ার অনুভূতিহয়তো বা তুমি আসবে ফিরে , স্বপ্নে মাঝরাতি।তোমাকে আঁকড়ে ধরার প্রতিফলিত রূপ…আমার..এই পাশবালিশ…সে যেন মাঝ রাতে…করে নালিশ..কেনবা তাকে ছেড়ে, তোমাকে ঘিরেস্বপ্নে বিভোর আজ আমি। জানি আবার দেখা হবে…হয়তো […]
ক্ষমতার স্বার্থে
ক্ষমতার স্বার্থে-অমরেশ কুমার বন্য প্রাণী হিংস্র এরা দেখতে সবাই মাথায় ন্যাড়াবলোনা ভাই এরা ন্যাড়ামাথা যে এদের টুপি মোড়া । সদাই এরা হাসে কেউবা আবার কাশেঅজানা এই হাসি কাশিশুধুই বোঝে এদের মাসি পিসি , হাসিয়ে আমায় হাসিয়ে তোমায়জব্বর বুদ্ধি আঁটিধরবে তোমার টুঁটি । মিথ্যার আসর ঢেলে টানবে তোমায় কোলেআসবে যখন জয়মারবে তোমায় ছয় । থাকতে […]
প্রকৃতির দুঃখ
প্রকৃতির দুঃখ-অমরেশ কুমার নীল আকাশের নীলের আভাবাড়াইয়াছে এ প্রকৃতির শোভাআনিয়াছে প্রাণ বুকেরাখিয়াছে তাহাদের সুখেহইয়াছে জননী-জন্মদাতাতাইতো সবাই কহে , —প্রকৃতি আমার মাতা ।। আনিলে যাহার বুকেরাখিল তাহারা তোমারি দুখেসুবাস ছড়াতে জ্বালিলে তুমি ধূপবুঝিলনা এরা , নষ্ট করিল তোমার রূপ ,তোমারই খাইয়া , তোমারই পড়িয়াবানাইল ধ্বংসের কারখানানিজ স্বার্থে , নিজ দায়েশুনিতেছেনা কেউ তোমারই মানা ।। ধ্বংসে […]
মৃত্যুর পরে
মৃত্যুর পরে-অমরেশ কুমার মৃত্যুই সত্য, মৃত্যুই জীবনের শেষ ঠিকানামৃত্যুই দিব্য, মৃত্যুর শেষ পরিণয় সবার অজানা ।হারায়ে গিয়াছে সুখ, হারায়ে গিয়াছে সব কিছুতাও যেন মৃত্যুর ভয়, আসিছে পিছু পিছু।। জীবনের শেষ বেলাতে আসিয়াদু’চোখ স্মৃতিতে ভাসিয়াসদা মনে হয় , এই বুঝি যাইসাঁঝের ঘন্টা বাজিতে আর দেরি নাই ।। যাইতে হইবে ফেলিয়া ,সবকিছু ভুলিয়াছিলাম পরম সুখে, এ […]
লড়াই
লড়াই-অমরেশ কুমার লড়াই, লড়াই, লড়াই; এ কেবল ক্ষমতার লড়াইমানুষ কাটিয়া, মানুষ মারিয়া করিছে এরা বড়াই।।আবার উঠিয়াছে ডাক, করিতে হইবে লড়াই;দেখো এইবার, কত মানুষ প্রাণ হারায়।সন্তান কাড়িয়া, ফেলিয়া দিবে ছুড়িয়াপারিবেনা মা, আনিতে কুড়িয়া ।কত ঘর বাড়ি দাউদাউ করিয়া পুড়িবে দেখিতে হইবে দূরে নির্বাক হয়ে দাঁড়াইয়েআত্মীয় স্বজনেরা যাইবে ঝলসে জ্বলিয়ামৃতদেহ পড়িয়া রহিবে পচিয়া গলিয়া।। কতদিন? আর […]
শিশির বিন্দু
শিশির বিন্দু-অমরেশ কুমার মোরা ছোটো ছোটো শিশির বিন্দুএকত্রিত হইয়া বানাইয়াছি সিন্ধু ;ভাবিওনা ক্ষুদ্র বলিয়া পারিবোনা ভাসাইতেমনে কি পরে ?সেইদিনের কথা—-যেদিন বাঁধ ভাঙ্গিয়া, আসিয়াছিলাম আমিতুলিয়াছিলাম সমুদ্র বক্ষে সুনামি।কত ঘরবাড়ি গিয়াছিল ভাসিয়া,কত মানুষ , কত প্রাণী হারাইয়াছিল প্রাণ;এখনো কী ভাবিতেছো!আমি ক্ষুদ্র, আমি তুচ্ছ শিশিরবিন্দু? মোরা লাগিয়া থাকি ঘাসের গায়ে;পদপৃষ্ট করিতেছ মোদের, তোমাদের ওইকাদা মাখা […]
গ্রাম
গ্রাম-অমরেশ কুমার গ্রামের পথে কূজন সুরেডাকছে পাখি আপন মনেহালকা হাওয়া বইছে দুলেমৌমাছিরা উড়ছে ফুলেগন্ধে ভরা আমের মুকুলফুল ফুটেছে গাছে বকুল ।। দোয়েল পাখি উড়ছে তালেকৃষ্ণচূড়া গাছের ডালেসন্ধ্যা হলে রাখাল ছেলেফিরে আসে মায়ের কোলেঘুম পাড়ানি গান শুনিয়েঘুম পাড়ায় মা গান বানিয়ে ।। শিশুরা সব খেলছে ছুটেখেলছে তারা ধূলার মাঠেমাখছে তারা ধুলাবালিমুখেতে সবার […]