কবিতা- প্রভাল্লীকা

প্রভাল্লীকা– অরুনজিত   গোদাবরীর তপ্ত তটেএকা, তৃষ্ণার্ত।ভেজা চুল, শাড়ি…..কলস কাঁখে তোমায় দেখলাম,নতজানু আর কৃতাঞ্জলি, পিপাসা মেটালে তুমি। আমরাকোনডার ঢালেক্লান্ত, সবে বসেছিদুর থেকে দেখি, এক ঝাঁক দুরন্ত মেঘতোমার কপাল ছুঁয়েছে,পাহাড়ি হাওয়া, বে-লাগাম পথ।কাছে এসে কোল পেতে দিলে,ক্লান্তি জোরালে তুমি। বাড়ি ফেরার পালারেলের বগি, হুড়োহুড়িচেনা পায়ের শব্দ,হরিণীর মত চঞ্চল।আবার যে দেখব তোমায় ভাবিনি।ভাষা দু’জনের কাছেই এলিয়ানের মততবু […]

অণুকবিতা- শেষ থেকে শুরু

শেষ থেকে শুরু – অরুনজিত এমনও তো হতে পারে পথ যেখানে শেষ জীবন সেখানে শুরু। এমনও তো হতে পারে মৃত্যু যখন নিছকই খেলা স্বপ্ন তখন আলো। আচ্ছা, এমন কি হতে পারে না, পাহাড়ের ঢেউ ঘুমাবে আকাশের কোলে টুপ টুপ করে ঝরবে বরফ গলা জল, আবার পাবো তোমায় হারিয়ে যাবার সেই উন্মুক্ত বিন্দুতে ……. এমন কি […]

কবিতা- পরে কথা হবে

পরে কথা হবে– অরুণজিত   বলেছিলে পরে কথা হবেসময় হল কি?কবিতা পড়লে, লাইকও দিলে,তারপর…? মেঘের সাথে বেঁধেছ বুঝি ঘর?আকাশের টানে ভুলেছ আপন পর?পাহাড়ের গায়ে বসে বুঝি গাইছ গান,ঝরনার টুং টাং, দমকা হাওয়াআর তোমার উড়ে যাওয়া ঘন চুল। বলেছিলে পরে কথা হবে।তবে কি তবে তুমি মরু ঝড় হলেবালির স্তূপ… এপাশ থেকে ওপাশজল ভরা মোচীকর সুখ ,ফেসবুক […]

কবিতা- দেখা হল না

দেখা হল না– অরুনজিত   তোমার সাথে দেখা হবে,অট্টালিকায় গেলাম।রাস্তা কোথায়? সব দরজাই বন্ধ।জানালা দিয়ে দেখিগেরুয়াধারী সেপাই পথ আটকেছে।ডাকলাম কত, গান গাইলাম, চোখ ভরলো জলে।তবু তুমি এলে না। এই বুঝি প্রেম? ভালোবাসার অঙ্গীকার?শুনেছি তুমি অনেক বড় হয়েছো।এ লোক, সে লোক ছাড়িয়েপারি দিয়েছো ব্রোম্ভোলোকে ।তবে এতো সেপাই কেন?কেন আয়োজন সীতার অগ্নিপরীক্ষার?মন কি তবে পাথর হয়েছে তোমার?প্রেম, […]