-
কবিতা- ভারতের মানচিত্রে দেখব স্বাদু আদৃতা তোমায়
ভারতের মানচিত্রে দেখব স্বাদু আদৃতা তোমায়
– আব্দুর রহমানচৈত্রের ভরদুপুরে সবুজ পাতায় ভারতের মানচিত্রে
তোমার বাসন্তী রঙের আঁচল লেজ ঝুলা পাখির মতো
দুলতে দুলতে আমার বুকের কাছটায় দেয় স্বপ্ন দোলা
কত যুগের ভোরে ঋষির কমল্ডুলু থেকে তোমার সুরতি
বিমনা সাথীর সঙ্গে করে পরিমলে সঞ্চারণ
এবেলা ওবেলা করে আঁচল দিয়ে মুখটি কেনো ঢাকো
মেনকার যৌবনে ভেসে যায় অমরত্বের তপস্যা
আমি তোমার জন্য আছি সোনালি সন্ধ্যায়
আবির মাখা আদর নিয়ে শুকতারার মতে জেগে
ভেসে যেতে চাই তোমার উদ্দাম যৌবনের ঝরণায়পাহাড়ি ক্লিভেজ নেমে আসে কুমারী মেয়ের ভালবাসার ছন্দে
তুমি সেই ঝরণা – শম্পা খেলা কর প্রেম পরি হয়ে
আমার বুকের ওপর ঝরে পড়ে তোমার নীবি
সেই কবেকার অন্ধকার বিদিশার গন্ধ মেখে লিপিস্টিক ঠোঁট
সে কবেকার অন্ধকার তপোবনে একা মহা ঋষি
অহল্যার সৌন্দর্যে বিমুগ্ধ আনন্দ ধামে অপেক্ষায় দেবরাজ
সেই টানে বিভোর চেতনায় বিশ্বাসী অপেক্ষা ইন্দ্রধনু
মেলে দেয়া আকাশ নেমে আসে নদীর পাড়ে
তোমার শুভ্র সুন্দর আছোঁয়া স্তন পনির টিক্কা
আমার প্রেমের সাজানো পরাত আমার হারানো সুরসব কিছু টালমাটাল দূরত্ব পরিমাপে অলকার মেঘে
বিরহী পরবাস , তুমি অতীত গুহার বন্দিনী নন্দিনী
পান্ডু বিহার তেজবনে দুঃস্বপ্ন খেলা করে মনে
কী হবে যদি তোমার ক্ষীর সাগরে করি সংবিদা অবগাহন
হয়ত যাব চলি পথে অমরার অভিশপ্ত ইডেনে
আবার জন্ম হবে বাংলার ঘাটে ঘাটে সবুজ পাতায়
ভারতের মানচিত্রে দেখব স্বাদু আদৃতা তোমায়। -
কবিতা- প্রেম শূন্য হৃদয়ের মাঝে
প্রেম শূন্য হৃদয়ের মাঝে
– আব্দুর রহমানপ্রেম শূন্য হৃদয়ের মাঝে এক আগন্তুক তুমি
তোমার অন্তরে তাই যন্ত্রণা আর হিংসার বীজ
রিরংসার আয়নার তোমার কাছে নারীদেহ
ভোগের স্বাদ নিতে মেয়েটির নেশায়আড়াল আবডালে যন্ত্রণা নেই ,আছে হিংসা
স্বপ্ন মুড়ি নিঃশব্দে বিদায় নেয় দুঃসহ পতনের পাশেক্লান্ত চোখে নেমে আসে নষ্ট জীবনের অতীত
এখন শুধু ধূসর যাপন প্রেরণা যোগায় নিয়ত বালিয়াড়িশঙ্কামুক্ত পৃথিবীর আলো এখন দূর প্রান্তিক
পতনের নীরব শব্দ ছুঁয়ে আছে জীবনের কর্মক্ষেত্রে
জবর দখলের কেতনে ভালবাসাকে করে ছিন্নভিন্ন
মত বিনিময় ভিন্ন পরিচিতির পতনে কাঁপায় বাহুবলী। -
কবিতা- বিরহ বিলাস
বিরহ বিলাস
-আব্দুর রহমানচলার পথে খাল বিল মেঠো কলমী ফুল
আকাশ ঝেঁপে বৃষ্টি তোমার স্নাত উন্মুখ মুখ
ডাকের অপেক্ষার প্রাক মুহূর্তে সম্মোহিত সাক্ষাৎ
আর কখনো দেখেছি বলো , বিরহ যাপন প্রহর
সাজিয়ে রেখেছ নিরন্তর দুর্গা ঠাকুরের সাজের সুবাস
আর কী রয়েছে তা তোমার সপিং মলের টপের বিন্যাসেপুজোর কটা দিন খুঁজতে খুঁজতে বিরহে কাটায়
তোমার অভ্যাস সুন্দর হাসি খুশির ডালায়
নৈবেদ্য অর্ঘ্য নিবেদন জীবন যাপন
ঘরের আলোয় উদ্ভাসিত তোমার মুখবলো…
কলেজ কলেজে মুখোমুখি হাতে হাত চোখে চোখ
কী বাসনায় তৈরি দুটি মন করে আনচান
মনে হয় সেই সত্যিটা আজ বিরহ বিলাস
মনে হয় বিরহ যাপন ঘিরে থাকে বেশি
এ চলার পথে…. -
শীলমোহর
শীলমোহর
-আব্দুর রহমানউঠোনের পাশের এই লাউ মাচা , ধোলি গাই
আর দেখা আমার বারণ ,শৈশবের স্নাত নদী
আমাকে আর ডাকবে না
বনের মাথায় একাদশী জোছনারা
রূপালী ছোঁয়ায় আদর করবে না শাল প্রাংশুকে
অনাগত কাল কোন শংকায় ফিরে ফিরে
বুকের ওপর পাহাড় হয়ে শ্বাসরোধ করবে
আমার শূন্য দৃষ্টি চোখের তারাকে
বাজারি মাছের চোখ হয়ে উঠবে ।
কোলের শিশুর নীরবতা নীল হয়ে যাওয়া
মুখ স্বপ্নহীন আতংক স্তব্ধতা নীল আকাশের এক ঘরে তারাটির মতো ।মাটির গন্ধে সত্তা হয়ে উঠা শরীর
পোস্টমর্টেমে ভিসেরা সে কথা বলবে।
কিন্তু
তোমাদের তৈরি ফাঁসে হাঁড়িকাঠে
লেখা হয়ে যায় আমার ভূত ভবিষ্যৎ
নদীর স্রোতে ভেসে যায় প্রমাণ ছেঁড়া কাগজ।
এক অন্তহীন জিজ্ঞাসা পাঁক খেয়ে মরে
মৃত্যুর পরোয়ানা । উদ্বাস্তু শীলমোহর ।