-
কবিতা- শপথ
শপথ
– ছন্দা সাঁতরা“বারুদ”, একটু -আধটু আছে বৈকি সবার মধ্যে!
তবে জমানো বারুদ ঠিক মতো ব্যবহার হয় না।
তাই হয়তো ব্যবহারের অযোগ্য হয়ে যায় সে বারুদ।মাকড়সার জালে অজান্তেই আটকে যায় পতঙ্গ,
তারপর ছটফট করতে করতে মরে।
আসলে ওরা জানতেই পারে না-
যে ঘরে মানুষের বাস, সে ঘরে মাকড়সারাও জাল তৈরী করে!পাঁক ভর্তি দীঘিতেও নামতে হয়-
দু-একটা একটা পদ্মের লোভে।
পাঁক মেখে যখন ডাঙায় আসে পদ্মলোভী মানুষ!
সারা গায়ে তার পাঁক লেগে আছে,,অনায়াসে যায় ভুলে।সুন্দর পথ ফেলে রেখে সহজে গন্তব্যে যাওয়ার জন্য কেউ কেউ বেছে নেয় বাঁকা পথ,
আসলে ভুলে যায় তারা হোক সহজ তবু বাঁকা নয়
সোজা পথ’ই হোক লক্ষ্যে পৌঁছানোর শপথ। -
দেখো তো চিনতে পারো কিনা
দেখো তো চিনতে পারো কিনা
-ছন্দা সাঁতরা
মন চেনো আমায়?
আমি প্রভাতী,
আমি রাগিণী,
আমি গোধূলি,
আমি মৌলি,
আমি মৃত্তিকা,
আমি কানায় কানায় অবহেলিতা।মন চেনো আমায়?
আমি প্রকৃতি,
আমি ধরিত্রী,
আমি ধবংস,
আমি সৃষ্টি,
আমি শ্রাবণের ঝরে পড়া অঝোর ধারে বৃষ্টি।মন চেনো আমায়?
আমি কত অসহায়,
আমি লড়তে পারি,
সইতেও পারি,
ভালোবাসা দিয়ে
হৃদয় ভরাতে পারি,তবু পদদলিত হতে হয় যখন তখন
এখনো আমার নিরাপত্তা নেই,
তাই রোজ হয় আমার ধর্ষন,এবার চিনতে কি পারলে তুমি আমায় মন?
আমি কে? আমি কেমন? -
প্রশ্ন – উত্তর
প্রশ্ন – উত্তর
-ছন্দা সাঁতরাকিছু প্রশ্ন জন্ম নেয় প্রতিনিয়ত,
কিছু উত্তর জাগিয়ে তোলে
ঘুমিয়ে যাওয়া ক্ষত।কিছু প্রশ্ন থাকে নীরবতায় জীবন যখন ছোটে,
কিছু উত্তর ফুল হয়ে নয়
কাঁটা হয়েই ফোটে।কিছু প্রশ্ন থাকে ভালোবাসায় অভিমানী মনে,
কিছু উত্তর মেঘ হয়ে যায়
বৃষ্টি নামায় চোখের কোণে।কিছু প্রশ্ন থাকে চাওয়া পাওয়ার হিসাবের খাতায়,
কিছু উত্তর হিসাবে ভুল করে
রয়ে যায় বে-হিসাবীর ব্যথায়।কিছু প্রশ্ন থাকে জীবন মৃত্যুর কুয়াশা ঢাকা ভোরে,
কিছু উত্তর গিয়ে জমা হয় রোজ আলোকবর্ষ দূরে। -
পরজনমে
পরজনমে
-ছন্দা সাঁতরাযখন আর একবার জন্ম নেব,
তোমার থেকে এ জনমের পাওনা গুলো
পর জনমে মিটিয়ে নেব।এ জনমের জমানো কথা
মনের যত ব্যাকুলতা ,
পর জনমে জেনে নিয়ে
ঘাসের বনে ছড়িয়ে দেব।যখন আর একবার জন্ম নেব
একটা আকাশ জোগাড় করে
তোমার পায়ের নীচে বিছিয়ে দিয়ে
খসে পরা তারা হব।এ জনমের জমানো যত
হীরে মানিক,
পরজনমে তোমার গলে পড়িয়ে দেব,
যতটা তোমায় দূরে ঠেলেছি,
ঠিক ততটাই কাছে ডেকে নেব।যখন আর একবার জন্ম নেব।
-
পারলে ফিরিয়ে দিয়ে যা
পারলে ফিরিয়ে দিয়ে যা
-ছন্দা সাঁতরা
সব কিছু তো নিয়ে গেলি,
শিশির ভেজা নরম সকাল,
উদাস করা একলা দুপুর,
গোধূলি আলোয় ভেজা একটা বিকাল,
চাঁদের সাথে কথা বলা সবকটা রাত।
দিয়ে গেলি -একা হওয়ার
বিষণ্ণতা ,
মন খারাপের ব্যাকুলতা ,
উদাসী বাতাসের একটি খোলা জানালা,
প্রথম বৃষ্টিতে ভেজার উষ্ণতা।
তবু রয়ে গেছে, তোর ছোঁয়া,
তোর চোখের দৃষ্টি,
আর হাজারো অনুভূতি।
এসব তুই নিয়ে যা,
পারলে ফিরিয়ে দিয়ে যা
আমার মন,
যা শুধু আমার ছিল।