-
কবিতা- স্বপ্ন
স্বপ্ন
-মহুয়া সমাদ্দারকিছু স্বপ্নে কল্পনা থাকে
কিছু স্বপ্নে মন
কিছু স্বপ্নে যায় হারিয়ে
হয়তো বা প্রিয়জন।কিছু স্বপ্নে আমি দেখি রোজ
বৃষ্টিতে ভেজে দীন
কিছু স্বপ্নে সন্ধ্যা ঘনায়
অন্ধকার, গহীন।কিছু স্বপ্নে আকাশ হাসে
নদীর বুকে মাথা
কিছু স্বপ্নে নদী বুজে যায়
রেখে যায় ক্ষোভ, ব্যথা।কিছু স্বপ্নে পাখিরা ওড়ে
আকাশ পানে ধায়
কিছু স্বপ্নের নোংরা নেশায়
মন ভরে আগাছায়।কিছু স্বপ্ন, স্বপ্ন-ই থাকে
যায়না তাকে ছোঁয়া
তবুও আশায় থেকে যায় মন
শরৎ শিশির ধোয়া। -
কবিতা- উত্তাপ
উত্তাপ
– মহুয়া সমাদ্দারআজ সাতদিনের উত্তাপে পুড়ে যাওয়া শরীরটা ভালোবেসে ছুঁয়ে দেখেনি কেউ
জ্বরের রুচিহীন তেতো মুখে ভালোবাসার স্বাদ ছোঁয়ায়নি কেউ
আমজনতার ভীড়ে উষ্ণ নিঃশ্বাসের আঁচ পায়নি কেউ
তবুও এই রুচিহীন বিষবাষ্প বুকে মেখে বেঁচে ছিলাম আমি, একটি জীবন্ত লাশ হয়ে …
কিংবা আমার মতো আরও কতো হাজার কোটি মেয়ে..
প্রতিরাতে কুড়ি নম্বর কুঠুরিতে জ্বলে ওঠে কামনার আগুন
সেই আগুনে আমার নিস্তেজ শরীরটাকে খাবলে খাবলে খায় কিছু নোংরা যৌনাঙ্গ
কিছু দাঁত, নখ আমার শৈশবের পরম লালনে বাড়িয়ে তোলা গোপনাঙ্গ করে তোলে রক্তাক্ত..
আজ আমার উত্তাপের শেষ দিন কিংবা শেষ রাত..
কাল থেকে আর আমার অনিচ্ছুক শরীরে পারবে না থাবা বসাতে কোনও উন্মত্ত হিংস্রতা ….
জ্বরের উত্তাপ আজ সাতদিন ছাড়ালো ….
যখন সবাই মিলে একটা নিষ্পাপ পাচার হওয়া বছর পনেরোর শরীরটাকে বেশ্যা বানিয়েছে প্রতি রাতে …চোখের নোনতা জল ছাড়া বন্ধু হয়নি আর কেউ ….
তখনই চিকিৎসা বিহীন উত্তাপে পোড়া শরীর পেয়েছে খোঁজ মৃত্যুর ….
কোনও কোনও মৃত্যু বেঁচে থাকার চেয়ে কাঙ্খিত হয় ….
-
কবিতা- সেই ছেলেটা
সেই ছেলেটা
-মহুয়া সমাদ্দারসেই ছেলেটা আজও তোমায় ভালোবাসে?
বই পাড়াতে একই সাথে কফিহাউস?সেই ছেলেটাই আজ কি শুধুই খাতায় কলম
হয়ে আছে দূরের মানুষ, তোমার স্পাউস?আগের মতো আর বলে না, গান, কবিতা?
নদীর পারে মেঘের মাঝে আর ভাসে না?বাঁশীর আওয়াজ শুনলে হঠাৎ, দারুণ ভালো?
সেই ছেলেটার ছোঁয়া ছাড়া ঘুম আসে না?একই ছাদের তলায় তবু, কত্তো দূরে
আর পাও না ছুঁতে তবু, ভালোবাসামনের মাঝে মেঘ জমলে ঝমঝমিয়ে
হঠাৎ করেই যখন তখন বৃষ্টি আসা?তোমার আমার সবার ঘরেই সেই ছেলেটা
হয়তো আজও মুখ লুকিয়ে, খুব চাপেতেসময় করে নাও জড়িয়ে বুকের মাঝে
রাখো না হয় একটু প্রেম আর উত্তাপেতে!সেই ছেলেটা তোমার প্রেমিক আজও আছে
ময়ূর পালক রং ছড়ালে একটু না হয়!সেই ছেলেটা ভীষণ একা তোমায় পেয়েও
নয় কি সে হায় তোমারই হার, খুব পরাজয়? -
নষ্ট সুখ
নষ্ট সুখ
-মহুয়া সমাদ্দারব্যস্ত দুপুর , নষ্ট সুখের নরম রোদে
আকাশ ভাঙ্গা বৃষ্টি আসে
অসহায় চাঁদ মুচকি হাসে
তোমার ছবি, হৃদয় ভাসে, নীরব বোধে ।যাক না ভেসে , ভাসুক হাওয়ায়
যাই না ভুলে , নীরব চাওয়ায় ।তবুও আমায় বলবে নাকি
ঝগড়া কিছু আছে বাকি ?রাখবে মাথা বন্ধু বিহীন
উপচে পড়া সুখ নদীটা
প্রেম থেকে মন, আজও দীন ?
দূর করে দাও ওই “যদিটা” ।আবার মিশি , যাবই মিশে
ভালোবাসা দেবে পিষেসুখের আকর মনের ঘরে
বৃষ্টি যখন ঝাঁপিয়ে পড়ে !খোলা চুলের ভাঁজে ভাঁজে
মন কি লাগে কোনো কাজে ?ব্যস্ত সকাল , নষ্ট সুখের নরম রোদে
কষ্ট দিয়েই ভালোবাসার দিনটা শোধে !