স্বপ্ন-মহুয়া সমাদ্দার কিছু স্বপ্নে কল্পনা থাকেকিছু স্বপ্নে মনকিছু স্বপ্নে যায় হারিয়েহয়তো বা প্রিয়জন। কিছু স্বপ্নে আমি দেখি রোজবৃষ্টিতে ভেজে দীনকিছু স্বপ্নে সন্ধ্যা ঘনায়অন্ধকার, গহীন। কিছু স্বপ্নে আকাশ হাসেনদীর বুকে মাথাকিছু স্বপ্নে নদী বুজে যায়রেখে যায় ক্ষোভ, ব্যথা। কিছু স্বপ্নে পাখিরা ওড়েআকাশ পানে ধায়কিছু স্বপ্নের নোংরা নেশায়মন ভরে আগাছায়। কিছু স্বপ্ন, স্বপ্ন-ই থাকেযায়না তাকে ছোঁয়াতবুও […]
কবিতা- উত্তাপ
উত্তাপ– মহুয়া সমাদ্দার আজ সাতদিনের উত্তাপে পুড়ে যাওয়া শরীরটা ভালোবেসে ছুঁয়ে দেখেনি কেউ জ্বরের রুচিহীন তেতো মুখে ভালোবাসার স্বাদ ছোঁয়ায়নি কেউ আমজনতার ভীড়ে উষ্ণ নিঃশ্বাসের আঁচ পায়নি কেউ তবুও এই রুচিহীন বিষবাষ্প বুকে মেখে বেঁচে ছিলাম আমি, একটি জীবন্ত লাশ হয়ে … কিংবা আমার মতো আরও কতো হাজার কোটি মেয়ে.. প্রতিরাতে কুড়ি নম্বর কুঠুরিতে […]
কবিতা- সেই ছেলেটা
সেই ছেলেটা-মহুয়া সমাদ্দার সেই ছেলেটা আজও তোমায় ভালোবাসে?বই পাড়াতে একই সাথে কফিহাউস? সেই ছেলেটাই আজ কি শুধুই খাতায় কলমহয়ে আছে দূরের মানুষ, তোমার স্পাউস? আগের মতো আর বলে না, গান, কবিতা?নদীর পারে মেঘের মাঝে আর ভাসে না? বাঁশীর আওয়াজ শুনলে হঠাৎ, দারুণ ভালো?সেই ছেলেটার ছোঁয়া ছাড়া ঘুম আসে না? একই ছাদের তলায় তবু, কত্তো […]